Holi 2022: নবদ্বীপের অনু মহাপ্রভু মন্দিরে পালিত দোল, মণিপুরী ঐতিহ্য মেনে হল উৎসব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সম্পূর্ণ মণিপুরী নিয়ম মেনে হোলি উৎসব (Holi) পালন করা হয় এই মন্দিরে।
#নবদ্বীপ: মনিপুরী নিয়ম মেনেই নবদ্বীপের (Nabadwip) অনু মহাপ্রভু মন্দিরে পালিত হচ্ছে দোল উৎসব (Dol)। হোলির উৎসবে মাতলো নদিয়ার নবদ্বীপের মনিপুরী অনু মহাপ্রভুর মন্দির। সম্পূর্ণ মণিপুরী নিয়ম মেনে হোলি উৎসব (Holi) পালন করা হয় এই মন্দিরে। মূলত মনিপুরের বাসিন্দারা এই মন্দিরে হোলি উৎসবে অংশগ্রহণ করে।
মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। গত দুই বছর করোনা সংক্রমনের কারণে সেভাবে উৎসব পালন করতে পারেনি মানুষ। এবছর করণা সংক্রমণ কিছুটা শিথিল হওয়ার কারণে আবারো বিভিন্ন মন্দিরের জাঁকজমক করেই চলছে হোলি উৎসব। নবদ্বীপ মায়াপুর ইসকনের পাশাপাশি মন্দিরেও হোলি উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে মনিপুরী নিয়মে পালিত হচ্ছে উৎসব। তবে আজ মনিপুরী নিয়মে ন্যাড়াপোড়া। আগামীকাল দিনভর তারা রঙের খেলায় মেতে উঠবে। লকডাউন এর কারণে এভাবে মনিপুর থেকে মানুষ এসে অংশগ্রহণ করে তার তুলনায় এবছর অনেকটাই কম রয়েছে। আজ দোল পূর্ণিমা, বাঙালির বসন্ত উৎসব। বাংলার সমস্ত প্রান্ত আজ বিভিন্ন রঙের আভায় রঙিন হয়ে উঠেছে। দেশ-বিদেশ থেকে ছুটে এসেছে হাজারো হাজারো ভক্তরা নদিয়ার মন্দির নগরী মায়াপুর ধাম নবদ্বীপ ধামে। মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই লক্ষাধিক ভক্তের সমাগম মায়াপুরে৷
advertisement
advertisement
আজকের দিনটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। সেই কারণেই গোটা দেশবাসী এই দিনটিতে হোলির উৎসব পালন করে। আজকের দিনটিতে চারটি মঞ্চ তৈরি করে মহাপ্রভুর অভিষেক ঘটানো হবে। মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, সারাদিন দফায় দফায় মহাপ্রভুর বিভিন্ন অনুষ্ঠান চলবে গোটা ইসকন জুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 9:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Holi 2022: নবদ্বীপের অনু মহাপ্রভু মন্দিরে পালিত দোল, মণিপুরী ঐতিহ্য মেনে হল উৎসব