North 24 Parganas News: মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে! রক্তাক্ত করেই পালায়...শিশু-মহিলা-সহ গুরুতর জখম ৫, কার আক্রমণে আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর?

Last Updated:

মানুষ দেখলেই যখন তখন ঝাঁপিয়ে পড়ছে। কার‌ও হাতে, কার‌ও আবার পিছনে শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যাচ্ছে। 

মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে! শিশু-মহিলা-সহ গুরুতর জখম ৫, কার আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর?
মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে! শিশু-মহিলা-সহ গুরুতর জখম ৫, কার আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর?
উত্তর ২৪ পরগনা: পাগলা কুকুরের কামড়ে শিশু এবং মহিলা-সহ জখম ৫। জখম পাঁচজনকেই  হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলাতঙ্ক রোগের আতঙ্কে ভুগছে সীমান্তের গ্রাম। গরম পড়তেই যেন সীমান্তর গ্রামে বাড়ল পাগলা কুকুরের উৎপাত। পাগলা কুকুরের কামড়ে একপ্রকার আতঙ্কে আছেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পুলতা গ্রামের ঘটনা।
এদিন সকাল সকাল থেকেই একটি কালো কুকুরের তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের বাসিন্দারা। মানুষ দেখলেই যখন তখন ঝাঁপিয়ে পড়ছে। কারও হাতে কারও আবার পিছনে শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যাচ্ছে। এই পাগলা কুকুর রীতিমতো ঘুম কেড়েছে সীমান্তের মানুষের।
advertisement
advertisement
এতটাই আতঙ্ক শিশুরা যে স্কুলে যেতে ভয় পাচ্ছে, মহিলারা ঘরের বাইরে বেরোতে চাইছে না। বয়স্করা রাস্তাঘাটে লাঠিসোটা নিয়ে বেরোতে হচ্ছে। ইতিমধ্যে শিশু, মহিলা-সহ পাঁচজন গ্রামবাসীদের শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে কুকুরকে বাগে আনতে ব্লক প্রসাশণকে জানান হয়েছে। জলাতাঙ্ক আতঙ্কে গ্রামের মানুষ ভুগছেন।
advertisement
শাড়াপুল গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ মনোরঞ্জন আগরওয়াল বলেন, “পর্যাপ্ত ভ্যাকসিন আছে ভয় পাওয়ার কিছু নেই, পুরো বিষয়টা তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে।” প্রশাসনের উদ্যোগে কুকুরটিকে কখন বাগে এনে নিরাপত্তা পাবে এলাকার মানুষ অপেক্ষায় স্থানীয়রা। গরম পড়তেই সীমান্ত গ্রামের পাগলা কুকুরের তাণ্ডব হওয়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে! রক্তাক্ত করেই পালায়...শিশু-মহিলা-সহ গুরুতর জখম ৫, কার আক্রমণে আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement