Bangla News: বারোয়ারি পুজো কথাটি কোথা থেকে এসেছে? কী রয়েছে বারোয়ারির ইতিহাসে? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Bangla News: গঙ্গার পশ্চিম উপকূলের গ্রাম হুগলির গুপ্তিপাড়া। এখান থেকেই সূত্রপাত দেশের প্রথম বারোয়ারি পুজোর।
হুগলি: গঙ্গার পশ্চিম উপকূলের গ্রাম হুগলির গুপ্তিপাড়া। এখান থেকেই সূত্রপাত দেশের প্রথম বারোয়ারি পুজোর। বেঙ্গল গেজেট এর তথ্য অনুযায়ী গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী বারোয়ারি জগদ্ধাত্রী পূজা হল প্রথম বারওয়ারি পুজো। বারোয়ারি কথাটি এসেছে ১২ জন বন্ধুর থেকে। যারা প্রথম শুরু করেছিলেন বারোয়ারী পুজো।
কথিত ইতিহাস অনুযায়ী, গুপ্তিপাড়ার স্থানীয় বাসিন্দারা দুর্গাপূজা দেখতে আসেন সেখানেরি একটি জমিদার বাড়িতে। সেইসময়ের জমিদার গ্রামের বাসিন্দাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। তাদেরকে ঠাকুর দেখতে দেওয়া হয় না জমিদার বাড়ির। সেই সময় গ্রামের বেশ কিছু তরুণ এগিয়ে আসেন নিজেদের পুজো করার জন্য। আজ থেকে ২৭০ বছর আগে ১২ বন্ধু মিলে শুরু করেছিলেন শ্রী শ্রী বৃন্দবাসিনী জগদ্ধাত্রী মাতার পুজো। ইতিহাস রচনা করেন অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারির।
advertisement
আরও পড়ুনঃ বিদ্যুৎ খরচ বাঁচাতে চান? ঘরের এই জিনিসটি কেনার আগে দেখুন, ম্যাজিকের মতো কমবে বিল
হুগলি গেজেট থেকে শুরু করে বেঙ্গল গেজেট, ও নানান নামজাদা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারির ইতিহাসের কথা। ১৮২০ সালে দি ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রে প্রথম প্রকাশিত হয় গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী প্রথম বারোয়ারির কথা।
advertisement
advertisement
গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী জগদ্ধাত্রী পূজা শক্তি ও বৈষ্ণবের এক মেলবন্ধন। বারোয়ারির সৃষ্টিকর্তা বলাগর বৃন্দবাসিনী বারোয়ারির বর্তমানের অবস্থা খুবই সংকট জনক। পুজোর ঐতিহ্য ও ইতিহাস বহাল রাখতে হিমশিম খাচ্ছেন পূজা উদ্যোক্তারা। একইসঙ্গে তাদের দাবি প্রথম বারোয়ারি হওয়ার জন্য সরকার যদি তাদের কিছু স্বীকৃতি দেয়।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 9:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বারোয়ারি পুজো কথাটি কোথা থেকে এসেছে? কী রয়েছে বারোয়ারির ইতিহাসে? জানুন