Road Accident: পথ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলেই ভয়ানক বিপদ! পরিণতি জানলে ভিরমি খাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Road Accident: ভুল করে রাস্তায় পথ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে পরে যদি শনাক্ত করা হয় তাহলে কী শাস্তি হতে পারে জানা রয়েছে?
বীরভূম: নিত্য প্রয়োজনীয় কাজে প্রত্যেকদিন সাধারণ মানুষকে রাস্তাঘাটে বেরোতে হয়। কেউ সাইকেলে,কেউ মোটর সাইকেল,কেউ আবার চার চাকা গাড়ি নিয়ে। আর সেই ক্ষেত্রে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক যেকোনও রাস্তাতেই চলাচল করতে নিজেদের অজান্তেই পথ দুর্ঘটনা ঘটতেই পারে। তবে সেই পথ দুর্ঘটনা ঘটার পর এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়বেন বলে ভয়ে পালিয়ে যাচ্ছেন! পালিয়ে গিয়েও হয়তো এক দুদিন রেহাই পেলেন।কিন্তু আশেপাশের কোনও সিসিটিভি ক্যামেরা দেখে আপনাকে শনাক্ত করা হলে আপনার এক্ষেত্রে কী সাজা হতে পারে জানা রয়েছে? আজকের এই প্রতিবেদনে জানব সেই বিষয়েই।
ভুল করে রাস্তায় পথ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে পরে যদি শনাক্ত করা হয় তাহলে কী শাস্তি হতে পারে জানা রয়েছে? আগেকার আইন অনুযায়ী যে নিয়ম ছিল ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে যদি আপনার দ্বারা পথ দুর্ঘটনায় কোনও মানুষ মারা যায় সেক্ষেত্রে এক রকম ছিল।আর যদি দুর্ঘটনায় মারা না যায় সেই ক্ষেত্রে অন্য আর এক বিধি ছিল। যদি পথ দুর্ঘটনায় কেউ মারা না যায় সেই ক্ষেত্রে IPC ধারা ৩৩৭ এবং ৩৩৮ ছিল। আর সেই ক্ষেত্রে শাস্তি ছিল ৩৩৭ এর ক্ষেত্রে ৫০০ টাকা ৩৩৮ এর ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা। এবং জেল হলে ৩৩৭ এর ক্ষেত্রে ৩ মাস ৩৩৮ এর ক্ষেত্রে ২ বছর।যদি মারা যায় সেই ক্ষেত্রে গাড়ির চালককে ভারতীয় দণ্ডবিধির ১৮৬০ কোডের ৩০৪(A) ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হত। তবে পুরানো আইন অনুযায়ী যে শাস্তি ছিল বর্তমানে যে আইন এসেছে তার থেকে অনেকটাই কম ছিল। বর্তমানে যে আইন এসেছে সেই আইন জানলে রীতিমতো চমকে উঠবেন আপনিও।
advertisement
advertisement
বর্তমানে যে আইন সংক্রান্ত নিয়ম জারি হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ৩৩৭ এবং ৩৩৮ বদলে হয়ে গেছে ১২৫, ১২৫(A) এবং ১২৫(B) অর্থাৎ এখন তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ৩৩৭ এবং ৩৩৮ ধারাকে। নতুন নিয়ম অনুসারে প্রথম ধাপে অর্থাৎ IPC ধারা ১২৫ ধারাতে ২৫০০ টাকা,১২৫(A) ধারাতে ৫০০০ টাকা, ১২৫(B) ধারাতে ১০০০০টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবং আগের নিয়ম অনুযায়ী যে দু’বছরের জেল হেফাজত ছিল সেটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে তিন বছরের।
advertisement
তবে তিনটি বিভিন্ন ধরনের কেন জরিমানা রয়েছে এই বিষয়ে রামপুরহাটের বিশিষ্ট আইনজীবী সুরজিৎ সিনহা জানান, আইপিসি ১২৫ ধারা হল কেউ পথ দুর্ঘটনায় আহত হলে ২৫০০ টাকা, ১২৫(A) তে গুরুতর আহত হলে ৫০০০ টাকা,এবং ১২৫(B) তে মৃত্যুর সঙ্গে লড়াই করলে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। মূলত নতুন আইন অনুযায়ী ন্যায়সংহিতাতে এই নিয়ম চালু করার মূল কারণ কোনও মানুষ, কোনও কারণে পথ দুর্ঘটনা ঘটাচ্ছেন এবং তার ফলে অন্যান্য মানুষ কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টা দেখার জন্যই । আর সেই কারণেই এবার থেকে গাড়ি চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্ক হতে হবে আপনাদেরও।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2024 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: পথ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলেই ভয়ানক বিপদ! পরিণতি জানলে ভিরমি খাবেন