West Burdwan News: ৩৭ টি বিশ্বকর্মা পুজো হত এখানেই! চলত চোরা টক্কর! আর এখন? দেখলে কান্না পাবে...
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Vishwakarma Puja 2024: কোম্পানির দরজা বন্ধ হয়েছে ২০১৮ সালে। কিন্তু তার আগে পর্যন্ত এই এলাকাটি বিশ্বকর্মা পুজোর আগে থেকে উৎসব মুখর হয়ে উঠত।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বছর ছয়-সাত আগে পর্যন্ত ছবিটা ছিল একদম অন্যরকম। বিশ্বকর্মা পুজো এখানে ছিল সবথেকে বড় উৎসব। ৩৭টি বিশ্বকর্মা পুজো হত এখানেই! পুজোর চার পাঁচ দিন আগে থেকেই শুরু হয়ে যেত প্রস্তুতি। বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে চলত অলিখিত লড়াই। কে কত ভাল পুজো করতে পারে, প্রসাদ খাওয়ানোয় কে এগিয়ে, এই ব্যাপারে কার্যত প্রতিযোগিতার আসরে নামতেন উদ্যোক্তারা।
আলোয় সেজে উঠতো গোটা এলাকা। কিন্তু হঠাৎ করেই নেমে এসেছে অন্ধকার। বিগত ছয় বছরে ছবিটা একদম বদলে গিয়েছে। এখন বিশ্বকর্মা পুজো মানে আর এখানে উৎসব নয়। বিশ্বকর্মা পুজো এখানে মন খারাপের একটা দিন। বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি। কেন্দ্রীয় সরকারের বদান্যতায় চলা একটি কারখানা। যার দরজা বন্ধ হয়েছে ২০১৮ সালে। কিন্তু তার আগে পর্যন্ত এই এলাকাটি বিশ্বকর্মা পুজোর আগে থেকে উৎসব মুখর হয়ে উঠত।
advertisement
advertisement
কিন্তু এখন বিশ্বকর্মা পুজো এলেই মন খারাপ হয়ে যায় গোটা এলাকার। একটা সময় যারা কারখানায় কাজ করতেন, বা পরিবারের কেউ কাজ করেছেন, অথবা পাশের বাড়ির কেউ কাজ করেছেন, সকলেই এই দিনে মন খারাপ করে বসে থাকেন। কেউ কেউ আবার পুরানো সেই দিন ফিরে পাওয়ার আশাও দেখে না এখনও। বন্ধ হয়ে যাওয়া শতাব্দী প্রাচীন এই কারখানায় বিশ্বকর্মা পুজো দেখতে একসময় বহু মানুষ আসতেন। সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত দর্শকদের কারখানার ভেতরে পুজো দেখার সুযোগ দেওয়া হত।
advertisement
যদিও পরে দিল্লি সরকারের নির্দেশে কারখানার ভেতরে বহিরাগতদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে শ্রমিক, কর্মচারী এবং তাদের পরিবারের সকলে কারখানার এই বিশাল উৎসবের অংশগ্রহণ করতেন। তবে সেসব দিন এখন গল্প হয়ে গিয়েছে সকলের কাছে। বিশ্বকর্মা পুজো আর জৌলুশ নেই এখানে। রয়ে গিয়েছে শুধু মনখারাপ। কারখানা আবার খুলবে, এমন আশাও আর বেশিরভাগ মানুষই দেখেন না।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 2:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdwan News: ৩৭ টি বিশ্বকর্মা পুজো হত এখানেই! চলত চোরা টক্কর! আর এখন? দেখলে কান্না পাবে...