Diwali 2021 | Bangla news: বাউরী সম্প্রদায়ের হাতে প্রতিষ্ঠিত শ্মশান কালী আজ রূপ পেয়েছে সার্বজনীন কালী পুজোর

Last Updated:

Diwali 2021 | Bangla news: ঘন শাল, পলাশ, মহুয়ার জঙ্গলের মাঝেই ছিল বাউরী সম্প্রদায়ের মানুষদের শশ্মান। সেখানে ওই সম্প্রদায়ের মানুষদের হাতেই প্রতিষ্ঠা পান দেবী।

বাউরী সম্প্রদায়ের হাতে প্রতিষ্ঠিত শ্মশান কালী আজ রূপ পেয়েছে সার্বজনীন কালী পুজোর
বাউরী সম্প্রদায়ের হাতে প্রতিষ্ঠিত শ্মশান কালী আজ রূপ পেয়েছে সার্বজনীন কালী পুজোর
#বাঁকুড়া: আজ থেকে শতাধিক বছর আগের ঘটনা। ঘন শাল, পলাশ, মহুয়ার জঙ্গলের মাঝেই ছিল বাউরী সম্প্রদায়ের মানুষদের শশ্মান। সেখানে ওই সম্প্রদায়ের মানুষদের হাতেই প্রতিষ্ঠা পান দেবী। ছোট্ট পর্ণ কুটিরে সে সময়ে পূজিতা হতেন দেবী। সময়ের সঙ্গে সঙ্গে সেই জঙ্গল আজ উধাও। পর্ণ কুটিরের জায়গায় তৈরি হয়েছে ঝাঁ চকচকে মার্বেল পাথরের মন্দির। কালীপুজো আজ আর কোনও এক শ্রেণির মানুষদের মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঁকুড়ার (Bankura) খাতড়া শশ্মান কালীর পুজো আজ প্রকৃত অর্থেই হয়ে উঠেছে সার্বজনীন।
বাঁকুড়া (Bankura) জেলার অন্যতম মহকুমা শহর খাতড়া। সরকারি ভাবে পুরসভার তকমা না পেলেও জঙ্গলমহলের এই মহকুমা শহরের চেহারা গত ১০০ বছরে বদলে গিয়েছে অনেকটাই। শহর কলেবরে যেমন বহু গুণ বেড়েছে, তেমনই জনসংখ্যাও বেড়েছে কয়েক গুণ। শহরের একপ্রান্তে থাকা শশ্মানে এক সময়ে যেখানে শুধুমাত্র বাউরী সম্প্রদায়ের মানুষেরা মৃতদেহ সৎকার করতেন, এখন সেই শ্মশান প্রায় গোটা খাতড়া শহরের মানুষ সৎকারের কাজে ব্যবহার করেন।
advertisement
advertisement
কথিত আছে, বাউরী সম্প্রদায়ের মানুষ এই শশ্মানে পর্ণ কুটিরে দেবীর আরাধনা করতেন। এই শশ্মানে জনৈক পুলিশ আধিকারিক তাঁর মায়ের মৃতদেহ সৎকার করতে এলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টিতে মাথা গোঁজার ঠাই খুঁজে পাননি ওই পুলিশ আধিকারিক। মূলত তাঁর উদ্যোগেই ওই স্থায়ী শশ্মান কালী মন্দির গড়ে ওঠে। পরবর্তীতে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে কোড়ো পাহাড়ের চূড়ায় থাকা দেবী পার্বতীর মন্দিরের আদলে মার্বেল পাথরে মোড়া সুদৃশ্য কালী মন্দির স্থাপিত হয়। এই কালী মন্দিরের প্রায় পঁয়ত্রিশ বিঘে জায়গার উপর একে একে গড়ে ওঠে শিব মন্দির, রামকৃষ্ণ, সারদা ও বিবেকানন্দের মন্দির, রন্ধনশালা, প্রসাদ গ্রহণের জায়গা।
advertisement
জাঁক জমক ও আলোকসজ্জায় খাতড়া শহরের অন্যান্য বারোয়ারি মণ্ডপগুলিকে সমানে সমানে টেক্কা দেয় শশ্মান কালীর পুজো। কালী পুজোর দিন খাতড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দেবী দর্শনে কয়েক হাজার মানুষ হাজির হন শশ্মান কালী মন্দিরে। পরের দিন মন্দির চত্বরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। তবে শুধু পুজোর সময়ে নয়। সারা বছরই পার্শ্ববর্তী মুকুটমণিপুরে যারা বেড়াতে আসেন তাঁদের অনেকেই দেবীর মাহাত্ম শুনে চলে আসেন এই শ্মশান কালী মন্দিরে। স্থানীয়দের দাবি খাতড়া শ্মশান কালী অত্যন্ত জাগ্রত। মন ভরে দেবীর কাছে প্রার্থনা করলে দেবী কোনও ব্যাক্তিকেই খালি হাতে ফিরিয়ে দেন না।
advertisement
মৃত্যুঞ্জয় দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diwali 2021 | Bangla news: বাউরী সম্প্রদায়ের হাতে প্রতিষ্ঠিত শ্মশান কালী আজ রূপ পেয়েছে সার্বজনীন কালী পুজোর
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement