West Medinipur : ঘাটালে বন্যার জল বাড়ছে তড়িঘড়ি জেলা প্রশাসনের বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
ঘাটালে বন্যার জল বাড়ায় পরিস্থিতি পর্যালোচনা করল জেলা প্রশাসন। মঙ্গলবার তড়িঘড়ি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি।
মিজানুর রহমান, ঘাটাল,পশ্চিম মেদিনীপুর: ঘাটালে বন্যার জল বাড়ায় পরিস্থিতি পর্যালোচনা করল জেলা প্রশাসন। মঙ্গলবার তড়িঘড়ি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি।
বাড়ছে জল,বাড়ছে দুশ্চিন্তা,কপালে তাই চিন্তার ভাঁজ বানভাসী মানুষের।বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌরসভা সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা।
আরও পড়ুন: অন্য রাজ্য থেকে এসে বাংলায় ঘটিয়েছিল ‘কাণ্ড’! ডায়মন্ড হারবারে মারাত্মক ঘটনা, শেষরক্ষা হল না
advertisement
একদিকে জলে ভোগান্তি সঙ্গে খাবার ও পানীয় জল নিয়েও যন্ত্রণার শেষ নেই। আর তাই বন্যার জল বাড়তেই তড়িঘড়ি জেলা প্রশাসনের বৈঠক মহকুমা শাসক কার্যালয়ে। রূপনারায়ণ ও ওল্ড কাঁসাই বিপদসীমা অতিক্রম করেছে । উদ্ধার কাজ চলছে, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে কমিউনিটি কিচেন চলছে। মুখমন্ত্রী সবকিছুর আপডেট নিচ্ছেন বন্যা নিয়ে।
advertisement
ইতিমধ্যেই বন্যা ও বিপর্যয় মোকাবিলা দফতর কাজ করছে ।২৪৫ জন গর্ভবতী মহিলাকে যুদ্ধকালীন তৎপরতায় সরান হয়েছে সুরক্ষিত জায়গায়। সেই সঙ্গে ১১৫ জন সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দায়িত্ব নিয়ে মেডিক্যাল টিম কাজ করছে আন্তরিকতার সঙ্গেই। বন্যায় ক্ষয় ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়। জলের উপর নজরদারি চলছে।
advertisement
কন্ট্রোল রুম খোলা আছে ব্লক মহকুমা ও জেলায়, কেউ সমস্যায় পড়লে যোগাযোগ করার কথা বললেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরী। প্রতি বছর এই ছবি খুব চেনা তাই চোখে জল,বুকে ক্ষোভ ঘাটালবাসীর। কবে যে মুক্তি মিলবে আক্ষেপ তাদের মুখে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur : ঘাটালে বন্যার জল বাড়ছে তড়িঘড়ি জেলা প্রশাসনের বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে