West Medinipur : ঘাটালে বন্যার জল বাড়ছে তড়িঘড়ি জেলা প্রশাসনের বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে

Last Updated:

ঘাটালে বন্যার জল বাড়ায় পরিস্থিতি পর্যালোচনা করল জেলা প্রশাসন। মঙ্গলবার তড়িঘড়ি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি।

+
ঘাটালে

ঘাটালে বন্যার জল বাড়ছে

মিজানুর রহমান, ঘাটাল,পশ্চিম মেদিনীপুর: ঘাটালে বন্যার জল বাড়ায় পরিস্থিতি পর্যালোচনা করল জেলা প্রশাসন। মঙ্গলবার তড়িঘড়ি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি।
বাড়ছে জল,বাড়ছে দুশ্চিন্তা,কপালে তাই চিন্তার ভাঁজ বানভাসী মানুষের।বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌরসভা সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা।
advertisement
একদিকে জলে ভোগান্তি সঙ্গে খাবার ও পানীয় জল নিয়েও যন্ত্রণার শেষ নেই। আর তাই বন্যার জল বাড়তেই তড়িঘড়ি জেলা প্রশাসনের বৈঠক মহকুমা শাসক কার্যালয়ে। রূপনারায়ণ ও ওল্ড কাঁসাই বিপদসীমা অতিক্রম করেছে । উদ্ধার কাজ চলছে, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে কমিউনিটি কিচেন চলছে। মুখমন্ত্রী সবকিছুর আপডেট নিচ্ছেন বন্যা নিয়ে।
advertisement
ইতিমধ্যেই বন্যা ও বিপর্যয় মোকাবিলা দফতর কাজ করছে ।২৪৫ জন গর্ভবতী মহিলাকে যুদ্ধকালীন তৎপরতায় সরান হয়েছে সুরক্ষিত জায়গায়। সেই সঙ্গে ১১৫ জন সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দায়িত্ব নিয়ে মেডিক্যাল টিম কাজ করছে আন্তরিকতার সঙ্গেই। বন্যায় ক্ষয় ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়। জলের উপর নজরদারি চলছে।
advertisement
কন্ট্রোল রুম খোলা আছে ব্লক মহকুমা ও জেলায়, কেউ সমস্যায় পড়লে যোগাযোগ করার কথা বললেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরী। প্রতি বছর এই ছবি খুব চেনা তাই চোখে জল,বুকে ক্ষোভ ঘাটালবাসীর। কবে যে মুক্তি মিলবে আক্ষেপ তাদের মুখে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur : ঘাটালে বন্যার জল বাড়ছে তড়িঘড়ি জেলা প্রশাসনের বৈঠক মহকুমা শাসকের কার্যালয়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement