Dilip Ghosh: 'আমি কি চাঁদ দেখতে এসেছি?' বাংলোয় বসে দিলীপ ঘোষের হুঙ্কার! কিন্তু কেন?

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষের দাবি, ''খড়্গপুরে মাফিয়াগিরি অনেক কমে গিয়েছে। না চমকে খড়্গপুরে টিএমসি জিততে পারেনি। পুলিশরা চোর ডাকাত আটকাতে পারে না, অথচ আমাদের আটকায়।''

দিলীপ ঘোষের হুঙ্কার
দিলীপ ঘোষের হুঙ্কার
#খড়্গপুর: ''কর্মীরা মার খাবে আর আমি কি খড়্গপুরে চাঁদ দেখতে এসেছি?'' খড়্গপুর পৌরসভা নির্বাচন নিয়ে মন্তব্য করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। দিলীপ ঘোষের কথায়, ''কর্মীরা কোথাও মার খেলে প্রতিরোধ করতে আমি রাস্তায় নামবই।'' খড়্গপুরে নিজের বাংলোয় বসে এমনই হুঙ্কার দিলীপ ঘোষের।
দিলীপ ঘোষের দাবি, ''খড়্গপুরে মাফিয়াগিরি অনেক কমে গিয়েছে। না চমকে খড়্গপুরে টিএমসি জিততে পারেনি। পুলিশরা চোর ডাকাত আটকাতে পারে না, অথচ আমাদের আটকায়।'' প্রসঙ্গত, শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাংলোয় যায় পুলিশ। সেখানে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেটও।
খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ এই পুরসভা এলাকার ভোটার নন। তাই নির্বাচনের সময় খড়্গপুরে তিনি থাকতে পারবেন না বলে জানিয়ে দেয় প্রশাসন। এমনকী রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকার কপিও ধরিয়ে দেওয়া হয় সাংসদকে। তাঁকে এলাকা ছাড়ার অনুরোধ করা হয়। কিন্তু তিনি নিজের বাংলোয় থাকবেন বলেই জানিয়ে দেন। তখন খড়্গপুর থানার তরফে তাঁকে নোটিশ দেওয়া হয়।
advertisement
advertisement
দিলীপ ঘোষের কথায়, ‘‌ওদের বক্তব্য কোনও রাজনীতিক নেতা, যিনি এখানকার ভোটার নন, তিনি এখানে থাকতে পারবেন না। কিন্তু আমি বলেছি, আমি এখানকার নেতা নই, আমি এলাকার সাংসদ। এখানে আমার রেসিডেন্স আছে। তাই আমি এখানেই থাকব। খড়গপুরে এমন বহু মানুষ আছেন, যাঁরা এখানকার ভোটার নয়। তবু রয়েছেন। আমি এখানে থাকব। এতে যদি মনে হয় নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে, ব্যবস্থা নেওয়া হোক।''
advertisement
‌প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে রাজি হয়নি রাজ্য নির্বাচন কমিশন। তবে, সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার আছেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকছেন মোট ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে রয়েছেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে। অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক রয়েছেন আজকের ভোটে। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'আমি কি চাঁদ দেখতে এসেছি?' বাংলোয় বসে দিলীপ ঘোষের হুঙ্কার! কিন্তু কেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement