Dilip Ghosh: 'পুলিশ খুঁজলে সব ধরা পড়বে', কীসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? তুঙ্গে শোরগোল

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, ''রোজই বোম পড়ছে, রোজই গুলি চলছে, এখানকার যারা চোর ডাকাত তারাই টিএমসি পার্টির নেতা, সরকারের ক্ষমতা নেই ওদের কন্ট্রোল করার।''

দিলীপ ঘোষের আক্রমণ
দিলীপ ঘোষের আক্রমণ
#খড়গপুর: সাত সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে তৃণমূল তথা রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার চা চক্রের পাশাপাশি খড়গপুর স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা জানার চেষ্টা করেন।
সেখানে তিনি বলেন, ''রোজই বোম পড়ছে, রোজই গুলি চলছে, এখানকার যারা চোর ডাকাত তারাই টিএমসি পার্টির নেতা, সরকারের ক্ষমতা নেই ওদের কন্ট্রোল করার।'' তৃণমূল নেতা খুন প্রসঙ্গে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সংযোজন, ''টাকা দিয়ে পার্টির পদ নিয়ে নিয়েছে দুষ্কৃতকারী তৃণমূল নেতারা। পুলিশ খুঁজলে সব ধরা পড়বে। সোনা চুরি মামলায় তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি।
advertisement
advertisement
দুয়ারে রেশন প্রসঙ্গে দিলীপ ঘোষের সংযোজন, ''টাকা নিয়ে চাকরির লোভ দেখিয়ে কাটমানি তুলবেন। ভোটের স্বার্থে, দুয়ারে রেশন রাজ্য সরকারের, রেশন ব্যবস্থা লুটের রাজত্ব হয়েছে। পার্টির লোকেদের পুষতে গিয়ে কর্মচারীদের টাকা চলে যাচ্ছে। DA প্রসঙ্গ কেন্দ্রের সঙ্গে কথা বলে সেটেল করুক, গরীব মানুষ কেন কষ্ট পাবে?''
advertisement
দিলীপ ঘোষ বলেন, ''আমাদের লোকেরা কিছু না করলেও ধরে জেলে ঢুকিয়ে দেবে, তৃণমুলের চোর ডাকাত হলেও জামিন পেয়ে যাবে,পার্টির লোক বলে। সোনা পাচারে তৃণমূল নেতার আত্মীয়র জামিন।''
খড়গপুরে প্রসাশনের ঢিলেমি প্রসঙ্গেও তিনি বলেন, ''কেন্দ্র সরকারের টাকাও লুঠ হয়ে যায়, রাজ্য সরকারও টাকা দেয় না বঞ্চিত সাধারণ মানুষ।'' রাজ্যকে পাঠানো কেন্দ্রের ৮০০ কোটি প্রসঙ্গেও রাজ্যকে আক্রমণ শানান তিনি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'পুলিশ খুঁজলে সব ধরা পড়বে', কীসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? তুঙ্গে শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement