Dilip Ghosh: 'সেদিন তো পাত্তা দাওনি', সৌরভ ইস্যুতে মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Last Updated:

Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ''আজ সৌরভকে বুকে তুলছো। কিন্তু সেদিন তো পাত্তা দাওনি।''

দিলীপ ঘোষের হুঁশিয়ারি
দিলীপ ঘোষের হুঁশিয়ারি
#এগরা: শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের এগরায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে তুমুল কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, যদিও রাজ্যে তেমন প্রভাব না ফেললেও সতর্ক রয়েছে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকারের প্রস্তুতি নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, "প্রতি বছর দু-তিন বার করে ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ হয়। কিন্তু রাজ্য সরকারের কোন বিপর্যয় মোকাবিলা বাহিনী নেই। প্রাকৃতিক দুর্যোগ এলেই তাই কেন্দ্র ও ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ধার করতে হয়।" শনিবার রাতে এগরায় দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দিলীপ ঘোষ।
advertisement
advertisement
এছাড়াও একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষও করেন তিনি। বলেন, ''এই সরকার চাকরি দিতে পারে না। শিক্ষকদের পেনশন নেই। ডিএ দিতে পারে না।'' এদিন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে চ্যাংড়া বলে কটাক্ষও করেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, ''আজ সৌরভকে বুকে তুলছো। কিন্তু সেদিন তো পাত্তা দাওনি। সেদিন শাহরুখ খানকে নিয়ে এসে নাচা গানা করেছে দিদি। ভেসে থাকতে হবে তাই সৌরভকে দরকার পড়েছে।''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'সেদিন তো পাত্তা দাওনি', সৌরভ ইস্যুতে মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement