Dilip Ghosh: 'সেদিন তো পাত্তা দাওনি', সৌরভ ইস্যুতে মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ''আজ সৌরভকে বুকে তুলছো। কিন্তু সেদিন তো পাত্তা দাওনি।''
#এগরা: শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের এগরায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে তুমুল কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, যদিও রাজ্যে তেমন প্রভাব না ফেললেও সতর্ক রয়েছে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকারের প্রস্তুতি নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, "প্রতি বছর দু-তিন বার করে ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ হয়। কিন্তু রাজ্য সরকারের কোন বিপর্যয় মোকাবিলা বাহিনী নেই। প্রাকৃতিক দুর্যোগ এলেই তাই কেন্দ্র ও ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ধার করতে হয়।" শনিবার রাতে এগরায় দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: ইসিএল-এ কর্মরত বাংলার কর্মীদের মধ্যপ্রদেশে ট্রান্সফার! জিতেন্দ্র তিওয়ারির মন্তব্যে তুমুল বিতর্ক
advertisement
advertisement
এছাড়াও একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষও করেন তিনি। বলেন, ''এই সরকার চাকরি দিতে পারে না। শিক্ষকদের পেনশন নেই। ডিএ দিতে পারে না।'' এদিন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে চ্যাংড়া বলে কটাক্ষও করেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, ''আজ সৌরভকে বুকে তুলছো। কিন্তু সেদিন তো পাত্তা দাওনি। সেদিন শাহরুখ খানকে নিয়ে এসে নাচা গানা করেছে দিদি। ভেসে থাকতে হবে তাই সৌরভকে দরকার পড়েছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 9:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'সেদিন তো পাত্তা দাওনি', সৌরভ ইস্যুতে মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ