Digital Class: আছে ক্লাসরুম, নেই চক! ডিজিটাল মাধ্যমে চমক মুর্শিদাবাদের স্কুলে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
আধুনিক যুগের স্কুলের পড়াশোনাও আধুনিক করতে ডিজিটাল ক্লাস রুম চালু হল বড়ঞাতে একটি প্রাথমিক বিদ্যালয়ে। বড়ঞা ব্লকের অন্তর্গত মুনিয়াডিহি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিতে শিক্ষা প্রদান করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
মুর্শিদাবাদ: আধুনিক যুগের স্কুলের পড়াশোনাও আধুনিক করতে ডিজিটাল ক্লাস রুম চালু হল বড়ঞাতে একটি প্রাথমিক বিদ্যালয়ে। বড়ঞা ব্লকের অন্তর্গত মুনিয়াডিহি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিতে শিক্ষা প্রদান করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের। প্রজেক্টর ক্লাস, ও কম্পিউটার ক্লাসের মাধ্যমে, ছাত্র-ছাত্রীদের উন্নত মানের শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষকরা। বর্তমানে যেখানে বিভিন্ন বেসরকারি স্কুলগুলোয় এখন ডিজিটাল ক্লাসরুম করা হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি নিজেদের বাণিজ্যও বাড়াতে। বহু স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হয়েছে। সেখানে এমন একটি প্রত্যন্ত গ্রামে স্কুল শিক্ষকরা উদ্যোগী হয়ে তৈরি করেছেন এই ডিজিটাল ক্লাসরুম।
প্রাথমিকের পড়ুয়াদের ডিজিটাল ক্লাসের সহযোগিতার মাধ্যমে, শিক্ষার্থীরা যেখানেই থাকুক না কেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে, ধারনা শেয়ার করতে এবং প্রকল্পে সহযোগিতা করতে পারে। এটি একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং আকর্ষক শিক্ষার পরিবেশ তৈরি করে, যেখানে প্রত্যেকের কণ্ঠস্বর শোনা যায় ফলে ডিজিটাল ক্লাস রুম এক বিশেষ উপযোগী ভুমিকা পালন করে থাকে।
advertisement
advertisement
এই ডিজিটাল ক্লাসরুমের মধ্যে গ্রামীণ এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পেতেই বেশ খুশি প্রকাশ করেছেন ছাত্র ও ছাত্রীরা। এই ডিজিটাল ক্লাস রুম চালু হতেই বিদ্যালয়ে আরও বেশি করে ছাত্র ও ছাত্রীদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি হচ্ছে।
advertisement
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এই স্কুলে স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন ছিল। সে টা স্কুলের শিক্ষকরা উপলব্ধি করতে পেরেছিলেন। আগামী দিনে চলার পথে নিদর্শন হয়ে থাকবে। পড়াশুনাটা তাদের কাছে আরও হৃদয়গ্রাহী হবে বলে জানান শিক্ষকরা৷ বেসরকারি স্কুলের মতো সাজিয়ে উঠতে না পারলেও ইচ্ছা থাকলে সরকারি স্কুলগুলোও যে করতে পারে, সেটা আমরা করে দেখিয়েছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি অবধি প্রতিটি ক্লাসকে এক দিন করে নানা বিষয়ে আমরা এই ডিজিটাল ক্লাসরুমে এনে ক্লাস করাব।’
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 10:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digital Class: আছে ক্লাসরুম, নেই চক! ডিজিটাল মাধ্যমে চমক মুর্শিদাবাদের স্কুলে