Ratarai Kotipati: এক রাত বদলে দিল ভাগ্য, ৩০ টাকার এই জিনিস একরাতে পরিযায়ী শ্রমিককে করে দিল কোটিপতি
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Ratarai Kotipati: মাত্র ৩০ টাকায় বদলে দিল ভাগ্য! পরিযায়ী শ্রমিক থেকে কোটিপতি যুবক
মুর্শিদাবাদ: যখন কপালে থাকে তখন ফকিরও রাজা হতে পারে৷ এ যেন তারই গল্পকথা৷ খরচ হল মাত্র ৩০ টাকা আর তাতেই হাতে এল কোটি টাকা৷ নাম অনুপ কুমার মন্ডল। পেশায় পরিযায়ী শ্রমিক। লটারিতে রাতারাতি কোটিপতি হয়ে থানায় হাজির এক পরিযায়ী শ্রমিক।
মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নওদাপাড়ার ঘটনা। নওদাপাড়া বাজার এলাকায় ডিয়ার লটারি বিক্রেতা নিমাই মণ্ডলের থেকে ৩০ টাকা দিয়ে পাঁচ সেমের একটি লটারির টিকিট কেটেছিলেন পেশায় পরিযায়ী শ্রমিক অনুপ কুমার মণ্ডল। আর তাতেই ভাগ্য ফেরে অনুপের। এদিন রাতে খেলা শেষ হতেই ওই ব্যক্তি খবর পান তাঁর কাটা টিকিটের নম্বরে প্রথম পুরস্কার উঠেছে। এরপরই নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে সটান সাগরপাড়া থানায় চলে যান অনুপ।
advertisement
advertisement
একদিনেই কোটিপতি হয়ে ওই পরিযায়ী শ্রমিকের জানান, “লটারির টাকা দিয়ে ছেলে মেয়ে পরিবারকে নিয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই। সন্তানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে তাঁদের ভালভাবে লেখাপড়া করাব।” গত ১৪ বছর ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন অনুপ।
advertisement

রাতারাতি কোটিপতি
কিন্তু ওই শ্রমিকের সাধ ছিল টাকা জোগাড় করে এলাকাতেই ব্যবসা করবেন। কিন্তু টাকার অভাবে আর তা উঠছিল না। তাই স্বপ্নপূরণের ইচ্ছায় মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন অনুপ। টিকিট কাটতে কাটতেই গেল ভাগ্যের চাকা। হয়ে গেলেন কোটিপতি।
advertisement
তারপরেই নিজের সুরক্ষার জন্য রাতেই হাজির হন সাগরপাড়া থানায়। পুলিশের কাছে সাহায্য চান। এরপরেই সাগরপাড়া থানার পুলিশ তাঁর আবেদনে সাড়া দিয়ে থানায় তাঁর রাত কাটানোর ব্যবস্থা করে দেয়। ইতি মধ্যেই লটারির তোলার জন্য থানার সাহায্যেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছেন ওই পরিযায়ী শ্রমিক।
Kaushik Adhikary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 02, 2024 8:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratarai Kotipati: এক রাত বদলে দিল ভাগ্য, ৩০ টাকার এই জিনিস একরাতে পরিযায়ী শ্রমিককে করে দিল কোটিপতি









