Digha: এক বাসে দিঘা...? গরমের ছুটির মুখেই দুর্দান্ত সুখবর! জেলার বাসিন্দাদের জন্যে বড় ঘোষণা বিধায়কের

Last Updated:

Digha: মাসখানেকের মধ্যেই হাওড়া থেকে দীঘা রাজ্যের সর্বত্র বাসে করে যাওয়া যাবে রায়দিঘি থেকে। ইতিমধ্যে সেই কাজ প্রায় শেষের দিকে। যাত্রীদের সুবিধার জন্য শীতাতপ ছাত্রীনিবাস ও তৈরি হবে।

গরমের ছুটিতে সুখবর
গরমের ছুটিতে সুখবর
দক্ষিণ ২৪ পরগনা: মাসখানেকের মধ্যেই হাওড়া থেকে দিঘা রাজ্যের সর্বত্র বাসে করে যাওয়া যাবে রায়দিঘি থেকে। ইতিমধ্যে সেই কাজ প্রায় শেষের দিকে। যাত্রীদের সুবিধার জন্য শীতাতপ -নিয়ন্ত্রিত যাত্রীনিবাসও তৈরি হবে। এই কাজ শেষের দিকে বলে জানিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা।
প্রায় ৫০ থেকে ৬০টি বাস যাতে একসঙ্গে থাকতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। সুন্দরবন উন্নয়ন দফতরের তত্বাবধানে এই কাজ হচ্ছে। বর্তমানে রায়দিঘি গোলপার্কে বাস দাঁড়ায়। সেখানে একসঙ্গে ৫টি বাস দাঁড়াতেও অসুবিধা হয়। বাসগুলি আবার ডায়মন্ড হারবার পর্যন্ত যায়। নতুন ব্যবস্থার ফলে রায়দিঘি কাছারির কাছে বাস দাঁড়াবে। একসঙ্গে ৫০টি বাস দাঁড়ালেও আর অসুবিধা হবে না।
advertisement
advertisement
সেই সঙ্গে রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে রাজ্যের সর্বত্র বাসে যাবে। এর ফলে কর্মসংস্থান বাড়বে। এছাড়াও ছোট গাড়িও থাকবে সেখানে। এই এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম বাস। নিকটস্থ রেলস্টেশন ২০ কিলোমিটার দূরে অবস্থিত‌। নতুন এই ব্যবস্থায় এলাকার যানজট সমস্যার সমাধান হবে বলে আশাবাদী রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। তাছাড়াও ভবিষ্যতে এখান থেকে দিঘা, হাওড়ার মতো জায়গাতেও দূরপাল্লার বাস যাবে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: এক বাসে দিঘা...? গরমের ছুটির মুখেই দুর্দান্ত সুখবর! জেলার বাসিন্দাদের জন্যে বড় ঘোষণা বিধায়কের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement