Digha Thunderstorm: ঠিক যেন বোমার মতো শব্দ, মুহূর্তে দিঘার বিচে লুটিয়ে পড়লেন ৩ জন! প্রবল আতঙ্ক, হাসপাতালে ছোটাছুটি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Digha Thunderstorm: তিন জনই বর্তমানে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সকলেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।
দিঘা: দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে বাজ পড়ে জখম ৩ পর্যটক। নদীয়ার দুই পর্যটক সহ স্থানীয় এক বাসিন্দা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। তিন জনই বর্তমানে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সকলেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।
বছর দুয়েক আগে দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু ঘটেছিল দুজনের। উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় এসে মৃত্যু ঘটেছিল ২ পর্যটকের।
প্রসঙ্গত, দিঘা বরাবরই বাঙালির ভারী পছন্দের একটি পর্যটনকেন্দ্র (Tourist Spot)। ফাঁক পেলেই ঝটিকা সফরে ভ্রমণপ্রিয় বাঙালির দল ঢুঁ মারে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। তবে দিঘা (Digha) বেড়ানো এবার আরও বেশি মনোগ্রাহী হতে চলেছে। সমুদ্রনগরী দিঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে এবার তৎপর দিঘার সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ।
advertisement
advertisement
দিঘার সমুদ্রে নতুন প্রজাতির একটি প্রাণীর খোঁজ মিলেছে। সেই প্রাণীটিকে চিহ্নিতও করে ফেলেছেন বিজ্ঞানীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নামে নামকরণ করা হয়েছে অমেরুদণ্ডী ওই প্রাণীটির। ‘মেলানোক্ল্যালমিস দ্রৌপদী’ (Melanochlamys droupadi) নামে পরিচিত হবে প্রাণীটি। এই বিশেষ সামুদ্রিক প্রাণীটি উদ্ধারের পর দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে তাঁর নামেই প্রাণীটির নাম দেওয়া হয়েছে। এখানে এলে পর্যটকরা বিনামূল্যেই এখানে সামুদ্রিক ওই নয়া প্রজাতির প্রাণীর পাশাপাশি আরও একাধিক প্রাণী দেখতে পাবেন। কিন্তু এদিন যেভাবে বাজ পড়ে দিঘার বিচে আহত হলেন তিন জন, তাতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2024 7:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Thunderstorm: ঠিক যেন বোমার মতো শব্দ, মুহূর্তে দিঘার বিচে লুটিয়ে পড়লেন ৩ জন! প্রবল আতঙ্ক, হাসপাতালে ছোটাছুটি