Digha: দিঘা স্টেশনে ২ যুবককে ঘিরে ধরল পুলিশ, যা বেরোল ব্যাগ থেকে, মাথায় হাত সকলের!
- Published by:Suman Biswas
Last Updated:
Digha: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে এই গাঁজা নিয়ে কলকাতায় যাচ্ছিল তারা।
দিঘা: সৈকত শহর দিঘার রেল স্টেশনের সামনে গাঁজা ভর্তি ব্যাগসহ ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার রেল স্টেশনের সামনে বুধবার সকালে গাঁজা ভর্তি ব্যাগসহ ২ যুবককে গ্রেফতার করল পুলিশ।
ঘটনার ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে সৈকত শহরে। ঘটনায় প্রকাশ, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্টেশনের সামনে বাসে ওঠার সময় দুই যুবককে আটক করে পরবর্তী সময়ে ডিএসপি ডিএনটি রবীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে রামনগর এক ব্লকের বিডিও লিপেন তালুকদার উপস্থিতিতে যুবকদের ব্যাগ থেকে প্রায় কুড়ি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় স্টেশন কোনটি? নাম শুনলে চমকে উঠবেন, গর্বও হবে! দ্বিতীয়টি নামটিতেও বিরাট চমক
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে এই গাঁজা নিয়ে কলকাতায় যাচ্ছিল তারা। গ্রেফতার হওয়া দুই যুবকের নাম পলাশ চক্রবর্তী (৩৫) ও দেবনাথ গায়েন(৩৫)। উভয়ের বাড়িই দক্ষিণ ২৪ পরগনার জামতলা কাশিপুরে এলাকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘা স্টেশনে ২ যুবককে ঘিরে ধরল পুলিশ, যা বেরোল ব্যাগ থেকে, মাথায় হাত সকলের!