Digha Kolkata Road Closed: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! পর্যটকদের ভোগান্তি, ঘুরপথে কতটা সময় বেশি লাগছে?

Last Updated:

পুলিশ সূত্রে খবর, মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কের উপরে এ দিন দুপুরে আচমকাই ওই কালভার্ট ভেঙে পড়ে৷

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে কালভার্ট ভেঙে বিপত্তি৷
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে কালভার্ট ভেঙে বিপত্তি৷
কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে বড়সড় বিপত্তি৷ নন্দকুমার থেকে দিঘা গামী জাতীয় সড়কের উপরে কালভার্ট ভেঙে বন্ধ হয়ে গেল যান চলাচল৷ ১১৬বি জাতীয় সড়কের উপরে থাকা এই কালভার্ট ভেঙে যাওয়ার ফলে দিঘা, মন্দারমণির মতো পর্যটনকেন্দ্র থেকে থেকে সরাসরি কলকাতা আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷
দিঘাগামী এবং দিঘা থেকে কলকাতার দিকে আসা বহু যানবাহন রাস্তার দুপাশে দাঁড়িয়ে গিয়েছে৷ বিপাকে পড়েছেন বহু পর্যটক এবং সাধারণ যাত্রীরা৷ শনিবার হওয়ায় এমনিতেই দিঘা, মন্দারমণির দিকে বহু পর্যটক কলকাতা থেকে যান৷ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা পথ ঘুরে যানবাহন যাতায়াত করছে৷ এর ফলে দিঘার দিকে যেতে অথবা দিঘা থেকে কলকাতার দিকে আসতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কের উপরে এ দিন দুপুরে আচমকাই ওই কালভার্ট ভেঙে পড়ে৷ এর ফলে যান চলাচল বন্ধ করে দিতে হয়৷ পুলিশ জানিয়েছে, কোলাঘাট থেকে দিঘাগামী যানবাহনগুলিকে বাজকূল এবং হেঁড়িয়া হয়ে এগরা দিয়ে কাঁথি এবং দিঘার দিকে পাঠানো হচ্ছে৷ উল্টোদিকে দিঘার দিক থেকে কোলাঘাট বা কলকাতাগামী যানবাহনগুলিকে রামনগর বাজার এবং কাঁথির থেকে এগরার দিকে পাঠানো হচ্ছে৷
advertisement
advertisement
যানজট সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ যুদ্ধকালীন ভিত্তিতে শুরু হয়েছে মেরামতি কাজ৷ মেরামতি কাজ শেষ করে ওই পথে ফের যান চলাচল শুরু করতে অন্তত ঘণ্টা ছয়েক সময় লাগবে বলে খবর৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Kolkata Road Closed: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! পর্যটকদের ভোগান্তি, ঘুরপথে কতটা সময় বেশি লাগছে?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement