Digha Jagannath Temple: রোজ কতক্ষণ খোলা থাকবে দিঘার জগন্নাথ মন্দির? জানালেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Digha Jagannath Temple: ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস, ‘বৃহস্পতিবার, আজ ভোর সাড়ে চারটেয় শয়ন থেকে তোলা হয়েছে তাঁদের। সকাল ছ'টা থেকে রাত ৯'টা অবধি মন্দির খোলা থাকবে। আজ সকালের ভোগে দেওয়া হয়েছে লুচি আর মিষ্টি।’
দিঘাঃ অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই হল দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন৷ খুলে গেল মন্দিরের দরজা৷ বুধবার, মন্দিরের দ্বার উন্মোচন হতেই সামনে দেখা দিলেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা৷ সামনে প্রভুর উদ্দেশ্যে নিবেদিত ভোগ৷ মুখ্যমন্ত্রীকে দেখা গেল পুজোর থালা হাতে৷
আরও পড়ুনঃ দিঘা জগন্নাথ মন্দিরে দিলীপ, রুষ্ট শুভেন্দু-সুকান্ত! দিলীপের হয়ে সুর চড়াও কুনালের
ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস, ‘বৃহস্পতিবার, আজ ভোর সাড়ে চারটেয় শয়ন থেকে তোলা হয়েছে তাঁদের। সকাল ছ’টা থেকে রাত ৯’টা অবধি মন্দির খোলা থাকবে। আজ সকালের ভোগে দেওয়া হয়েছে লুচি আর মিষ্টি। দুপুরে রাজভোগ দেওয়া হবে। যাকে বলা হয় ৫৬ ভোগ। আজ মোট ৫ বার ভোগ দেওয়া হবে।’
advertisement
তিনি আরও বলেন, ‘পুরীর সঙ্গে কেন অন্যরা তুলনা করছেন? জগন্নাথ ইন্ডিয়া, রাশিয়া বা উত্তরপ্রদেশের ভগবান নন। তিনি জগতের প্রধান।’ বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর থেকেই উপচে পড়া ভীড় দেখা যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: রোজ কতক্ষণ খোলা থাকবে দিঘার জগন্নাথ মন্দির? জানালেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট