সমুদ্রে না নেমেও সমুদ্রস্নান! উত্তাল জলোচ্ছ্বাসে ভাসছে দিঘা, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সমুদ্র স্নানে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি রয়েছে। সমুদ্র সৈকতে মোতায়েন রয়েছে নুলিয়া এবং পুলিশ।
#পূর্ব মেদিনীপুর: শনিবারের পর আজও দিঘার সুমদ্র উত্তাল। পূর্ণিমার ভরা কোটাল আর নিম্নচাপের জেরে দিঘায় সমুদ্রের জলোচ্ছ্বাস আর ঢেউ আছড়ে পড়ছে। ওল্ড দিঘার গার্ডওয়ালে এসে পড়ছে সমুদ্রের নোনা জল। জেলার বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টিও হচ্ছে। সমুদ্র স্নানে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি রয়েছে। সমুদ্র সৈকতে মোতায়েন রয়েছে নুলিয়া এবং পুলিশ।
তবে প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রে না নেমেও সমুদ্রের জলে স্নান করতে পারছেন পর্যটকেরা। বৃষ্টিভেজা ছুটির দিনে দিঘার এমন রূপে দারুণ খুশি তাঁরা। প্রবল ঢেউ আর জলোচ্ছ্বাসে উপচে পড়া ভিড়। সমুদ্রের সৈকতে দাঁড়িয়েই স্নানে মাতোয়ারা পর্যটকরা। মাথায় বৃষ্টি আর সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসের জলে স্নানে মেতেছেন সকলে।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে কোনও ভাবেই যাতে পর্যটকরা সমুদ্রস্নানে নেমে না পড়েন, সে দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। জোয়ারের সময় সমুদ্রের প্রতিটি ঘাটই দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। রবিবার সকাল থেকে মোতায়েন রাখা হয় নুলিয়া, সিভিক ভলেন্টিয়ার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের।

advertisement
আরও পড়ুন: 'টাকা তৃণমূলেরই, দেখুন এবার কী হয়', গার্ডেনরিচ নিয়ে বিস্ফোরক শুভেন্দু! আরও বড় ইঙ্গিত
সকাল থেকে দিঘার আকাশ মুখ ঢেকেছে কালো মেঘে। সঙ্গে অনবরত ঝিরঝিরে বৃষ্টি চলছে। পূর্ণিমার ভরা কোটাল থাকায় রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। গার্ডওয়াল টপকে বড়বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। পর্যটকদের একাংশ অবশ্য বৃষ্টি উপেক্ষা করেই সমুদ্রসৈকত থেকে মেতে ওঠেন স্নানে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 2:03 PM IST