Digha Bus Accident: যাত্রী নিয়ে ফিরছিল বাস, দিঘার রাস্তায় মাছের ট্রেলারকে মুখোমুখি ধাক্কা! তারপর...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
পুরুনিয়া-হাওড়া রুটের বেসরকারি বাসটি সকালে কাঁথি থেকে ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছিল। মারিশদার খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালের কাছে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়
পূর্ব মেদিনীপুর: দিঘা যাওয়ার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বাস ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মারিশদা থানার অন্তর্গত খড়িপুকুরিয়া হাসপাতাল কাছে পুরুনিয়া-হাওড়া রুটের একটি বেসরকারি বাস ও মাছের ট্রেলার মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন বেশ কয়েকজন বাসযাত্রী। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রেলারের চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাস দুর্ঘটনার মুখে পড়ায় ভয়াবহ ক্ষতি হতে পারত। একটুর জন্য বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এ দুর্ঘটনার জেরে এদিন সকালে দিঘা যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। থমকে যায় যানবাহন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুনিয়া-হাওড়া রুটের বেসরকারি বাসটি সকালে কাঁথি থেকে ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছিল। মারিশদার খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালের কাছে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের মতে, ঘন কুয়াশা ছিল। তার উপর গাড়ি দুটি দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যাপক যানজট হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2024 4:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Bus Accident: যাত্রী নিয়ে ফিরছিল বাস, দিঘার রাস্তায় মাছের ট্রেলারকে মুখোমুখি ধাক্কা! তারপর...