Digha: টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে দিঘা-কলকাতা সংযোগকারী জাতীয় সড়ক! যেতে হবে অনেকটা ঘুরপথে

Last Updated:
বন্ধ থাকবে দিঘা যাওয়ার রাস্তা।
বন্ধ থাকবে দিঘা যাওয়ার রাস্তা।
কাঁথি: টানা ৬ ছ ঘণ্টা বন্ধ থাকবে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ১১৬বি জাতীয় সড়কের উপরে দু' দিকেই যান চলাচল বন্ধ রাখা হবে। ফলে ওই সময়ের মধ্য়ে কলকাতা থেকে দিঘা অথবা দিঘা থেকে কলকাতা যেতে গেলে যেতে হবে ঘুরপথে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দকুমার থানার শ্রীধরপুর মোড়ে পথচারীদের জন্য ফুট ওভারব্রিজ তৈরির চূড়ান্ত কাজ শেষ করার জন্য়ই ১৮ তারিখ রাত থেকে ৬ ঘণ্টা ব্য়স্ত এই রাস্তা বন্ধ রাখতে হবে। ফলে কলকাতা, কোলাঘাট হয়ে দিঘা যেতে গেলে অনেকটা ঘুরপথে যেতে হবে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর থেকে এগরা যাওয়ার রাস্তা ব্য়বহার করতে হবে।
advertisement
advertisement
অন্য়দিকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন অথবা অ্য়াম্বুল্য়ান্সের যাতায়াতের জন্য় নন্দকুমার থানার নরঘাট থেকে একটি বিকল্প রাস্তা ব্য়বহার করা হবে।
ইতিমধ্য়েই জাতীয় সড়ক বন্ধ রাখার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা পুলিশকে জানানো হয়েছে। ১৮ তারিখ রাত থেকেই কোলাঘাট, কাঁথি, তমলুক থেকে ১১৬বি জাতীয় সড়কে যাওয়ার পথগুলি বন্ধ করে দেওয়া হবে। যানবাহনের চালকদেরও বিষয়টি আগেভাগে জানানোর ব্য়বস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে দিঘা-কলকাতা সংযোগকারী জাতীয় সড়ক! যেতে হবে অনেকটা ঘুরপথে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement