Digha: টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে দিঘা-কলকাতা সংযোগকারী জাতীয় সড়ক! যেতে হবে অনেকটা ঘুরপথে
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
কাঁথি: টানা ৬ ছ ঘণ্টা বন্ধ থাকবে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ১১৬বি জাতীয় সড়কের উপরে দু' দিকেই যান চলাচল বন্ধ রাখা হবে। ফলে ওই সময়ের মধ্য়ে কলকাতা থেকে দিঘা অথবা দিঘা থেকে কলকাতা যেতে গেলে যেতে হবে ঘুরপথে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দকুমার থানার শ্রীধরপুর মোড়ে পথচারীদের জন্য ফুট ওভারব্রিজ তৈরির চূড়ান্ত কাজ শেষ করার জন্য়ই ১৮ তারিখ রাত থেকে ৬ ঘণ্টা ব্য়স্ত এই রাস্তা বন্ধ রাখতে হবে। ফলে কলকাতা, কোলাঘাট হয়ে দিঘা যেতে গেলে অনেকটা ঘুরপথে যেতে হবে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর থেকে এগরা যাওয়ার রাস্তা ব্য়বহার করতে হবে।
advertisement
advertisement
অন্য়দিকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন অথবা অ্য়াম্বুল্য়ান্সের যাতায়াতের জন্য় নন্দকুমার থানার নরঘাট থেকে একটি বিকল্প রাস্তা ব্য়বহার করা হবে।
ইতিমধ্য়েই জাতীয় সড়ক বন্ধ রাখার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা পুলিশকে জানানো হয়েছে। ১৮ তারিখ রাত থেকেই কোলাঘাট, কাঁথি, তমলুক থেকে ১১৬বি জাতীয় সড়কে যাওয়ার পথগুলি বন্ধ করে দেওয়া হবে। যানবাহনের চালকদেরও বিষয়টি আগেভাগে জানানোর ব্য়বস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে দিঘা-কলকাতা সংযোগকারী জাতীয় সড়ক! যেতে হবে অনেকটা ঘুরপথে