চৈত্র সেলের বাজারেও এখন জোরদার ভোট-যুদ্ধ, নানা রঙের পাঞ্জাবি এখন নেতা-কর্মীদের হট ফেভারিট
Last Updated:
#হুগলি: ভোটের লড়াই এবার পাঞ্জাবিতেও। লাল, নীল, সবুজ, গেরুয়ায় উত্তাপ ছড়াচ্ছে খাদি, আদ্দির পাঞ্জাবি.....হুগলির চৈত্র সেলের বাজারেও এখন জোরদার ভোট-যুদ্ধ। চাঁদিফাটা গরমে প্রচারের গ্ল্যামার বাড়াতে সেলের নানা রঙের ডিজাইনার পাঞ্জাবি এখন নেতা-কর্মীদের হট ফেভারিট।
লাল, নীল, সবুজ, গেরুয়া.......ভোটের রং চিনেছে চৈত্র সেল। নেতা-কর্মীদের চাহিদা, দলীয় প্রতীক এমব্লেম করা পাঞ্জাবি। সুতি, খাদি, আদ্দি থেকে সিল্ক......বাজারে হাজির সবাই।
কেউ নিজেই প্রার্থী.......কেউ হেভিওয়েট নেতা.......কেউ নেহাতই প্রচার সঙ্গী। কখনও হুডখোলা জিপ...কখনও হেঁটে চলছে জনসংযোগ........সুতির পাজামা, পাঞ্জাবি ঘামে ভিজে একসা। এখানেই অ্যাডভান্টেজ চৈত্র সেল........।
advertisement
চৈত্রের সঙ্গে সেলের বহু পুরোন সম্পর্ক। সম্পর্ক আরও মধুর ভোটের ছোঁয়ায়। সেলের চেনা দর কষাকষির সঙ্গেই এখন চলছে পাঞ্জাবি-যুদ্ধ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2019 3:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চৈত্র সেলের বাজারেও এখন জোরদার ভোট-যুদ্ধ, নানা রঙের পাঞ্জাবি এখন নেতা-কর্মীদের হট ফেভারিট