Didike Bolo: ১ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ OC-র বিরুদ্ধে! 'দিদিকে বলো'-তে ফোন যেতেই তোলপাড়!

Last Updated:

Didike Bolo:দিদিকে বলো'তে ফোন করে কীর্ণাহার থানার ওসির নামে তোলাবাজির অভিযোগ। তড়িঘড়ি বোলপুরের এসডিপিও নেতৃত্বে শুরু হল তদন্ত৷

তোলাবাজির অভিযোগ ওসির বিরুদ্ধে!
তোলাবাজির অভিযোগ ওসির বিরুদ্ধে!
কীর্ণাহার: দিদিকে বলো’তে ফোন করে কীর্ণাহার থানার ওসির নামে তোলাবাজির অভিযোগ। তড়িঘড়ি বোলপুরের এসডিপিও নেতৃত্বে শুরু হল তদন্ত৷ বাড়ি তৈরির কাজ শুরু করায় রবীন্দ্রনাথ ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ টাকা চান ওসি। টাকা দিতে না পারায় ২৪ ঘণ্টা তাঁকে লকাপে আটকে রাখা হয়৷ এমনই অভিযোগ ‘দিদিকে বলো’ ট্রোল ফ্রি নম্বরে করেন ওই ব্যক্তির স্ত্রী সুমিত্রা ঘোষ৷
যদিও, কীর্ণাহার থানার ওসি শেখ আসরাফুলকে ফোন করা হলে তিনি কোনও ফোন ধরেননি বা তিনি কোনও বক্তব্য দিতে চাইছেন না এই বিষয়ে। ইতিমধ্যেই পুলিশ অভিযোগের সত্যাসত্য নিয়ে তদন্ত শুরু করেছে বোলপুরের এসডিপিওর নেতৃত্বে।
advertisement
advertisement
বীরভূমের কীর্ণাহার থানার মিরাটী গ্রামের ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ। প্রতিবেশির সঙ্গে বাড়ি তৈরির জন্য বিবাদ হয় তাঁর৷ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়৷ বোলপুর মহকুমা আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণে স্থগিতাদেশ দেয়৷ পরবর্তীতে প্রতিবেশীর সঙ্গে মিমাংসা করে বাড়ি তৈরির কাজ শুরু করেন রবীন্দ্রনাথ বাবু।
অভিযোগ, এরপরেই কীর্ণাহার থানার ওসি তাঁকে ডেকে পাঠান। ১ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। এমনকি তাঁকে মারধর করা হয়৷ স্বামীকে পুলিশ তুলে নিয়ে গিয়ে লকআপে আটকে রাখায় ‘দিদিকে বলো’ ট্রোল ফ্রি নম্বরে অভিযোগ করেন তাঁর স্ত্রী সুমিত্রা ঘোষ৷ জানা গিয়েছে, নবান্ন থেকে বিষয়টি দেখার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়৷ সেই মতো বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে কীর্নাহার থানার ওসি শেখ আসরাফুলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didike Bolo: ১ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ OC-র বিরুদ্ধে! 'দিদিকে বলো'-তে ফোন যেতেই তোলপাড়!
Next Article
advertisement
North Dinajpur: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে রাজমিস্ত্রির কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
  • সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মহম্মদ রাজু (২৮)-র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু সংবাদ পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে স্তব্ধতা।

VIEW MORE
advertisement
advertisement