মানুষের চাঁদে যাওয়ার সঙ্গে যোগ রয়েছে বাংলার 'এই' জায়গার! জানলে চমকে যাবেন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
সত্যিই কি মানুষ পা রেখেছিল চাঁদে? কী বলছে বাঁকুড়ায় সংরক্ষিত করে রাখা তথ্য?
বাঁকুড়া: চাঁদে মানুষের পা রাখা থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর নাথুরাম গডসের হাতে \”অ্যাসাসিনেশন\” সঙ্গে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারেন্ডার। পৃথিবীর মুখ্য হিস্টোরিকাল ইভেন্টগুলির গল্প খুঁজে পাবেন বাঁকুড়াতে। বাঁকুড়ার বুকে এই প্রতিটি চমকপ্রদ এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘটনার একদম খাঁটি অর্থাৎ অরিজিনাল সংবাদপত্রের কপি পেয়ে যাবেন তৎকালীন সময়ের।
যেমন ধরুন ১৯৬৯ সালের জুলাই মাসের মানবজাতির মহাকাশ অভিযানের অন্যতম স্বর্ণ মুহূর্ত এডউইন অলড্রিন এবং নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার ঘটনা। এছাড়াও রয়েছে ১৯৪৮ সালে ৩০জানুয়ারি গান্ধী হত্যার স্টোরি। বাঁকুড়ার পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রতে পেয়ে যাবেন খবরের কাগজের এই \”এক্সক্লুসিভ কালেকশন\”।
advertisement
advertisement
আরও পড়ুন- ১৫০ কেজি! দুপুর হলেই রোদে এসে প্রেম করত এই ‘অজগর জুটি’? তার পর যা হল…!
কাগজগুলি এত পুরানো যে একটা সোনালী রং চলে এসেছে। হাত দিলে গুঁড়িয়ে যাবে। এরকম অবস্থায় এই কাগজগুলি সংগ্রহ করে রাখা রয়েছে বাঁকুড়ার বুকে মিউজিয়ামে। রয়েছে জার্মানির সারেন্ডারের গল্প! রয়েছে কুইন এলিজাবেথের ইংল্যান্ডের রানি হওয়ার গল্প! এছাড়াও রয়েছে বিভিন্ন বাংলা সংবাদপত্রের কাটিং, যেখানে ফুটে উঠছে বাঁকুড়ায় বিভিন্ন মনীষীর আগমনের ঘটনা। মিউজিয়ামের কোষাধ্যক্ষ চন্দন শুক্লা বলেন, \”যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন কিংবা ইতিহাস গবেষণা করছেন, তাদের জন্য এটি একটি দারুণ কালেকশন।\”
advertisement
চলছে শীত কাল, তাই বাড়িতে বসে বসে পড়াশোনা করতে করতে ক্লান্তি চলে আসলে, সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে অথবা বাবা মায়ের হাত ধরে একবার চলে আসা যেতেই পারে এই মিউজিয়ামে। মিউজিয়ামের এই খবরের কাগজের কালেকশন, আপনার ভিতরের ইতিহাস প্রেমিক কিংবা সাংবাদিককে জাগিয়ে তুলবে। আর প্রাপ্তবয়স্করা খুঁজে পাবেন পুরনো দিনের কৌতুক।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 10:23 PM IST