দার্জিলিংয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের যুবক! বাড়িতে প্রতিনিধিদল পাঠালেন সাংসদ অভিষেক, পরিবারের সঙ্গে কী কথা হল?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Tourist Missing in Darjeeling: দার্জিলিংয়ের সোনাদায় নিখোঁজ যুবকের নাম হিমাদ্রি পুরকাইত। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে খবর। তাঁর বাড়িতে প্রতিনিধি দল পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ দার্জিলিংয়ের সোনাদায় নিখোঁজ ডায়মন্ড হারবারের এক যুবক। এবার তাঁর বাড়িতে প্রতিনিধি দল পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই নিখোঁজ যুবকের বাড়ি যান শামীম আহমেদ।
জানা যাচ্ছে, দার্জিলিংয়ের সোনাদায় নিখোঁজ যুবকের নাম হিমাদ্রি পুরকাইত। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে খবর। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ।
আরও পড়ুনঃ যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ! ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত প্রায় ৪০, রাজ্য সড়কে স্তব্ধ যান চলাচল
আজ রাতে শামীম আহমেদ দক্ষিণ কামারপোলে নিখোঁজ যুবকের বাড়িতে হাজির হন। হিমাদ্রির পরিবারের সঙ্গে কথা বলে নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধারের আশ্বাস দেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এই পরিস্থিতিতে সোনাদায় নিখোঁজ ডায়মন্ড হারবারের হিমাদ্রি। এই ঘটনায় ওই যুবকের পরিবারের সদস্যরা চিন্তায় রয়েছেন। গতকালের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর। এমতাবস্থায় তাঁর বাড়িতে প্রতিনিধি দল পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিমাদ্রির পরিবারের সঙ্গে দেখা করে তাঁকে দ্রুত উদ্ধারের আশ্বাস দেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 05, 2025 10:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দার্জিলিংয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের যুবক! বাড়িতে প্রতিনিধিদল পাঠালেন সাংসদ অভিষেক, পরিবারের সঙ্গে কী কথা হল?