ডায়মন্ড হারবার: নিজেদের জীবন বাজি রেখে যাত্রী বোঝাই ট্রেনকে দুর্ঘটনার কবল থেকে বাঁচিয়ে ছিলেন নয় যুবক। প্রজাতন্ত্র দিবসের দিন তাঁদেরকেই পুরস্কৃত করল ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন।
প্রসঙ্গত, গত ৯ ই জানুয়ারি বিকেল ৪ টে ৫০ মিনিটে আপ শিয়ালদহ ট্রেনটি যাত্রী নিয়ে ডায়মন্ড হারবার ষ্টেশন থেকে ছাড়ে। এর পরেই গুরুদাস নগর স্টেশনে ঢোকার আগেই ৯ যুবক ট্রেনের সামনে লাল কাপড় নিয়ে ট্রেন থামানোর আর্জি জানায়৷
আরও পড়ুন: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল
আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া
যুবকদের লাল কাপড় দেখে ট্রেন থামিয়ে দেন ট্রেন চালক। পরে জানা যায় রেললাইনে বড়সড় ফাটল রয়েছে। যার জন্য নয় যুবক চলন্ত ট্রেনের সামনে নিজেদের জীবন বাজি রেখে ট্রেন থামানোর জন্য দাঁড়িয়ে যান।
যার জেরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় সেদিনের শিয়ালদহ লোকাল। তাই ৭৪তম প্রজাতন্ত্র দিবসে সাহসী নয় যুবক, আবীর হালদার, মানোয়ার হালদার, ফিরোজ মোল্লা, নূর মোহাম্মদ মোল্লা, আব্দুল লস্কর হানিফ মোল্লা, সাইদুল মোল্লা, ইনসান মোল্লা ও সিরাজ সাহসিকতার জন্য পুরস্কৃত করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ ও মহকুমা পুলিশ আধিকারিক মিতুন দে। নিজেদের সাহসিকতার জন্য সরকারি সম্মাননা পেয়ে বেজায় খুশি ইনসান মোল্লারা।
আনিশ উদ্দিন মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Republic day 2023