North 24 Parganas News: আধুনিক কম্বলের দাপটে হারিয়ে যাচ্ছে ধুনকরদের লেপ, আজ তাদের কণ্ঠেও হতাশার সুর

Last Updated:

North 24 Parganas News: একসময় বাড়ির ছাদ বা উঠোনজুড়ে লাল খোপকাটা কাপড়, তুলোর বস্তা আর ধুনার লাঠি দেখলেই বোঝা যেত শীতের পদচারণা। কিন্তু সেই দৃশ্যও এখন বিরল। ভিন জেলা বা রাজ্য থেকে আসা ক’জন ধুনুরির। কিন্তু তাদের কণ্ঠেও আজ হতাশার সুর। 

+
লেপ

লেপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা 

হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: শীতের আগমনী হাওয়া বইলেই একসময় বাংলার পাড়া-মহল্লায় শুরু হয়ে যেত ধুনকরদের ব্যস্ততা। তুলোর স্তূপ, ধুনার কাঠের পাটাতনের তাল-লয়ে ভেসে বেড়ানো সুরেলা মিহি রোঁয়া—সব মিলিয়ে শীত আসার আলাদা এক বার্তা ছিল লেপ-তোষক তৈরির শব্দ। কিন্তু সময় বদলেছে। এখন বাজার দখল করছে আধুনিক কারখানায় তৈরি কম্বল, ম্যাট্রেস। এরপরও শীতের শুরু থেকে সামান্য হলেও জেগে ওঠে ধুনকরদের কর্মচাঞ্চল্য। কেউ দোকানে, আবার কেউ বাড়ি বাড়ি গিয়ে এখনও ধরে রেখেছেন পূর্বপুরুষের এই পেশা।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে সুন্দরবনের—বিভিন্ন জায়গায় গ্রাম্য এলাকায় দেখা যায় লেপ-তোষক তৈরির দৃশ্য। তুলো স্তূপ করে তার ওপর চ্যাপ্টা কাঠের পাটাতন দিয়ে ধুনতে ধুনতে কারিগরের হাতের ছন্দে উড়ে বেড়ায় তুলোর নরম রোঁয়া। পরে সেই তুলো ঢোকানো হয় নানা রঙের কাপড়ে তৈরি কভারের ভেতর। তারপর শুরু হয় সূক্ষ্ম সুঁই-সুতোর কাজ, যাতে বাঁধা পড়ে নরম তুলো আর তৈরি হয় একেকটি লেপ-তোষক—অতি পরিচিত বাঙালির শীতের সঙ্গী।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না
একসময় বাড়ির ছাদ বা উঠোন জুড়ে লাল খোপকাটা কাপড়, তুলোর বস্তা আর ধুনার লাঠি দেখলেই বোঝা যেত শীতের পদচারণা। কিন্তু সেই দৃশ্যও এখন বিরল। ভিন জেলা বা রাজ্য থেকে আসা ক’জন ধুনুরির। কিন্তু তাদের কণ্ঠেও আজ হতাশার সুর। আধুনিক কম্বল, সস্তা ব্ল্যাঙ্কেট আর মেশিনে তৈরি ম্যাট্রেসের ঝড়ে লেপ তৈরির কাজ যেন টিকে থাকার লড়াইয়ে হাঁপিয়ে উঠেছে।
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল
তবু সবশেষে একটা জিনিস আজও অটল—বাঙালির মন। যত আধুনিক কম্বলই বাজার মাত করুক না কেন, শীতের সকালে তুলোর লেপ মুড়ে না শুলে অনেকেরই যেন শীতের আসল আমেজ আসে না! সেই স্মৃতি, সেই নরম উষ্ণতার টানেই হাতে গোনা কিছু মানুষ আজও লেপ বানাতে দেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আধুনিক কম্বলের দাপটে হারিয়ে যাচ্ছে ধুনকরদের লেপ, আজ তাদের কণ্ঠেও হতাশার সুর
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement