ধোনি ধমাকা দেখা হল না কল্যাণীর
Last Updated:
কাছে পেয়েও ধামাকা দেখা হল না। ঝাড়খণ্ড জিতলেও খানিকটা হতাশ কল্যাণী।
Services 276/9 (50 ov)
Jharkhand 279/3 (46.2 ov)
Jharkhand won by 7 wickets (with 22 balls remaining)
advertisement
#কল্যাণী: কাছে পেয়েও ধামাকা দেখা হল না। ঝাড়খণ্ড জিতলেও খানিকটা হতাশ কল্যাণী। কারণ, ব্যাট করতে হল না মাহিকে।
রাত তখন সাড়ে দশটা। কলকাতা থেকে বাসে চেপে কল্যাণীতে হাজির হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহি আসছেন, এই খবরে টিম হোটেলের সামনে তখন ভিড়। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল। ধোনির মাঠে নামার অপেক্ষা করছিল জেলা শহর। বিজয় হাজারে ট্রফিতে সার্ভিসেস বনাম ঝাড়খণ্ড ম্যাচ নয়। শুধু ধোনির দেখার আগ্রহ।
advertisement
মাঠে ধোনি। মাঠের বাইরে বাড়তি নিরাপত্তা। প্রাক্তন অধিনায়কের জন্য এই নিরাপত্তার আয়োজন করেছিল জেলা প্রশাসন।
দিনের শেষে মন খারাপ কল্যাণীর। কারণ, পঞ্চাশ ওভারে একটি বলও ব্যাটে লাগাতে হল না ধোনিকে। সৌরভ তিওয়ারি ও ঈশাঙ্ক জাগ্গির ব্যাটেই ম্যাচ জিতল ঝাড়খণ্ড। তবে আরেকবার সুযোগ পাবে কল্যাণী। কারণ, আরও একটা ম্যাচ খেলতে এই মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2017 7:36 PM IST

