Howrah News: মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সাঁকরাইল হাজী এস টি হাসপাতালে!
- Published by:Sipra Roy
- hyperlocal
Last Updated:
কোটি টাকা ব্যয়ে সাঁকরাইল হাজী এসটি হাসপাতাল সেজে উঠছে, হাসপাতালে মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ পরিষেবায় চালু হবে ১০ টি বেড।
হাওড়া: আমূল পরিবর্তন সাঁকরাইল হাজী এস.টি. হাসপাতালে! ধুলাগড় চাঁপাতলা আন্দুলসহ বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার ভরসা হাওড়ার সাঁকরাইলের এই হাসপাতাল। হাসপাতালে অন্তঃ বিভাগ এবং বহিঃ বিভাগ পরিষেবা নিতে আসেন এখানে মানুষ। বিগত দিনে বহিঃ বিভাগে চিকিৎসা করতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা, হাসপাতালে ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিক ব্যাহত হবার ঘটনা ঘটেছে এই হাসপাতালে। এবার সাঁকরাইল হাজী এস টি হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।
কোটি টাকারও বেশি ব্যয় করে হাসপাতালের উন্নয়ন। ভোল বদলে দেওয়া হচ্ছে হাজী এসটি হাসপাতালের, উন্নয়নের কাজ চোখে পড়বে হাসপাতালে প্রবেশদ্বার থেকেই। তৈরি হচ্ছে মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ যেখানে ১০ টি শয্যা থাকবে। এস টি হাসপাতালে এতদিন মোট ২৪ টি শয্যা ছিল। সব মিলিয়ে শয্যার সংখ্যা হয়ে দাঁড়াল ৩৪ টি।
আরও পড়ুন: কঠিন তরল বর্জ্য প্রক্রিয়াকরণে হাওড়ার এই পঞ্চায়েত দেখাচ্ছে সফলতার পথ!
সাঁকরাইল হাজী এসটি হাসপাতালে মা ও শিশুর জন্য মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, অ্যান্টি নেটাল ক্লিনিক এখানে গর্ভাবস্থায় মা ও শিশুর সুবিধার পাবেন। বিনামূল্যে এক্সরে পরিষেবা পেতে চলেছে মানুষ। হাসপাতালের অন্তর্বর্তী বিভিন্ন পরিবর্তনের পাশাপাশি হাসপাতাল চত্বরে নতুন করে রাস্তা নির্মাণ মা এবং রোগীদের হাসপাতালে আসা যাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা করবে।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক ইমন গুড়ে জানান,মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ এবং অ্যান্টি নেটাল ক্লিনিক, অন্তঃ বিভাগের কাজ এবং হাসপাতাল চাঁদপুরের উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে। এক্সরে মেশিন বসানোর শুরু হয়েছে। অন্যদিকে সিজার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2025 7:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সাঁকরাইল হাজী এস টি হাসপাতালে!






