Fire: দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি! ভয়াবহ অগ্নিকাণ্ড বসিরহাটে

Last Updated:

Devastating Fire: আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই বাড়ি, প্রাণে বাঁচল পরিবারের সদস্যরা। বসিরহাট মহাকুমা এলাকায় অগ্নিকাণ্ড যেন পিছু ছাড়ছে না।


দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি! ভয়াবহ অগ্নিকাণ্ড বসিরহাটে
দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি! ভয়াবহ অগ্নিকাণ্ড বসিরহাটে
বসিরহাট: আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই বাড়ি, প্রাণে বাঁচল পরিবারের সদস্যরা। বসিরহাট মহাকুমা এলাকায় অগ্নিকাণ্ড যেন পিছু ছাড়ছে না।
গত রবিবার রাতে হাসনাবাদের রেল স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন লাগার পর ফের অগ্নিকাণ্ডের ছবি ধরা পড়ল হিঙ্গলগঞ্জের কাঠালবেড়িয়ায়। আগুনে ভষ্মীভূত হয়ে গেল বাড়ি-সহ নগদ টাকা, শংসাপত্র-সহ জমির দলিল।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাঠী পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্ৰামের রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত হল বাড়ি। মাটির বাড়ির পাশাপাশি আলাদাভাবে পাশেই ইটের বাড়ি তৈরি করেছেওই পরিবার।
advertisement
advertisement
বাড়ির কাজ পুরোপুরি সম্পন্ন না হয় মাটির বাড়িতেই ছেলে মেয়েও স্ত্রীকে নিয়ে দিন কাটাতেন রবীন্দ্রনাথ। প্রাথমিক অনুমান, উনানের আগুন উপরে উঠে পুড়ে গিয়েছে বাড়ি। পাশাপাশি আগুনে পুড়ের ছাই হয়ে গিয়েছে পিয়ালী মন্ডল ও ভাই রাজীব মণ্ডলের স্নাতকোত্তর ডিগ্রির শংসাপত্র। আগুন ধরার পর একের পর এক গ্যাস সিলিন্ডারে আগুন ধরে লেলিহান শিখায় পরিণত হয়।
advertisement
এলাকার মানুষ এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তা আগুনের গ্রাসের দখলে চলে যায়। দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যদিও ততক্ষণের সব পুড়ে শেষ।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire: দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি! ভয়াবহ অগ্নিকাণ্ড বসিরহাটে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement