Dev: রং মেখে এ কী চেহারা হল দেবের! প্রচারে গিয়ে আর কী করলেন তিনি? দেখুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
West Medinipur News: শুধু রোড শো নয়, রোড শো এর পাশাপাশি আবির খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী।
পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর একাধিক জায়গায় প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নাম ঘোষণার পর মাটি কামড়ে পড়ে রয়েছে প্রার্থীরাও। তবে বঙ্গে হেভিওয়েট কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানেই প্রার্থী হয়েছেন দুই অভিনেতা দেব ও হিরণ। দুবারের সাংসদ দেবকে প্রার্থী করেছে তৃণমূল আর অন্যদিকে খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরনকে প্রার্থী করেছে বিরোধী দল বিজেপি। স্বাভাবিকভাবে জোর টক্কর হতে চলেছে এই কেন্দ্রে।
বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি ঘাটাল লোকসভা কেন্দ্রে ডেবরা ও সবং এলাকায় প্রচার চালান অভিনেতা দেব। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় রোড শো করেন তৃণমূল প্রার্থী দেব। রোড শোতে উপস্থিত ছিলেন সবং এর বিধায়ক, মন্ত্রী মানসরঞ্জন ভুইয়া, ছিলেন গীতা ভুঁইয়া, ব্লক সভাপতি আবু কালাম বক্স সহ অন্যান্য নেতৃত্বরা।
আরও দেখুন Rachana Banerjee: নির্বাচনী প্রচারে বেরিয়েই দিদি নম্বর ১-এর দারুণ চমক! দেখুন রচনার অভিনব প্রচার
শুধু রোড শো নয়, রোড শো এর পাশাপাশি আবির খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী। দেবের গালে আবির মাখিয়ে দেন গীতা ভূঁইয়া। পাশাপাশি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আবির ছুঁড়ে দোল খেলায় মাতলেন বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব।
advertisement
advertisement
প্রসঙ্গত রাত পোহালেই দোল উৎসব। বিভিন্ন জায়গায় রঙের খেলায় মেতেছেন বহু মানুষ। একে অপরকে আবির মাখিয়ে দোল খেলায় মেতেছেন সকলে। তবে প্রচার মিছিল থেকে রঙের খেলায় মাতলেন নেতৃত্বরা। প্রার্থীকে রং মাখিয়ে হোলি সেলিব্রেশন করলেন তৃণমূল কর্মী নেতারা।
নির্বাচন ঘোষণার পর সাধারণ মানুষের কাছে পৌঁছে নানাভাবেই জনসংযোগ সারছেন প্রার্থী থেকে দলীয় নেতৃত্বরা। তবে এবার প্রচার মিছিল থেকে রং খেলায় প্রার্থী। তবে এই আসনে কে জেতে তা এখন দেখার।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2024 4:14 PM IST