Flood Situation: রাস্তায় কোমর জল, ভাসছে ঘাটাল! বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ দেব

Last Updated:

Flood Situation: পুজোর মুখে বন্যা ঘাটালে। দিকে দিকে অথৈ জল। চলতি মরশুমে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। এবার নিম্নচাপের টানা তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। মানুষের চলাচলের প্রধান রাস্তায় কোমর সমান জল।

+
বন্যা

বন্যা কবলিত এলাকায় দেব

পশ্চিম মেদিনীপুর: পুজোর মুখে বন্যা ঘাটালে। দিকে দিকে অথৈ জল। চলতি মরশুমে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। এবার নিম্নচাপের টানা তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। মানুষের চলাচলের প্রধান রাস্তায় কোমর সমান জল।
এদিক থেকে ওদিক যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা। তবে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের সাংসদ এলাকায় এলেন ঘাটালের তিনবারের নির্বাচিত সাংসদ দেব। ঘুরে দেখেন বন্যা কবলিত এলাকা।
প্রসঙ্গত টানা তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা।
advertisement
advertisement
জলমগ্ন হয়েছে কেশপুর, সবং, পিংলা-সহ ঘাটাল মহকুমার এলাকার অধীন একাধিক জায়গা। একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন দেব ওরফে দীপক অধিকারী। শুধু তাই নয়, মানুষকে সচেতন থাকার পাশাপাশি প্রশাসনকে দিলেন সতর্ক থাকার পরামর্শ।
প্রসঙ্গত বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বৈদ্যুতিক শক, সাপের উপদ্রব লক্ষ্য করা যায়। অন্যদিকে বিভিন্ন রোগ অসুখের প্রাদুর্ভাব দেখা যায় বন্যা কবলিত এলাকায়। প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাংসদ। শুধু তাই নয় সাধারণ মানুষের এই দুর্বিসহ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন দেব।
advertisement
শুধু তাই নয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের বন্যা নিয়ে তিনি সতর্কবার্তা দিয়েছেন।
প্রসঙ্গত বাম আমল থেকে ঘাটালে চর্চিত বিষয় ঘাটাল মাস্টার প্ল্যান। তবে সম্প্রতি চলতি বছরেই এই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলে আশার আলো দেখিয়েছেন সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান হলে উপকৃত হবেন হাজারও হাজারও মানুষ। প্রতিবছর বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না ঘাটাল মহকুমা জুড়ে। দ্রুত সেই কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি।
advertisement
ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে মহকুমা শাসকের দফতরে আধিকারিকদের নিয়ে বৈঠকে সেরেছেন তিনি। স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতি উদ্বেগের সৃষ্টি করেছে দূর্গা পুজোর মুখে। সাহায্যের আশ্বাস জানিয়েছেন সাংসদ।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood Situation: রাস্তায় কোমর জল, ভাসছে ঘাটাল! বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ দেব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement