ঘাটাল কেন্দ্র থেকে পরাজিত বিজেপি এবং সিপিআই প্রার্থীর উদ্দেশে যা লিখলেন দেব

Last Updated:
#ঘাটাল: গতবারও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন দীপক অধিকারী তথা দেব ৷ সে বারই প্রথম রাজনীতির আঙিনায় আসা ৷ জিতে সংসদে যাওয়া ৷ এখন তিনি অনেক রাজনীতিতে অনেকটা পরিনত ৷ আরও একবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জিতলেন দেব ৷
ভোটের আগে থেকেই সৌজন্যের রাজনীতি করেছেন দেব ৷ ঘাটালের তাঁর বিপক্ষে দাঁড়ানো প্রার্থীদের উদ্দেশ্যে দেবকে তির্যক মন্তব্য করতে শোনা যায়নি ৷ বরং বারবারই বলেছেন, ঘাটালের উন্নয়নের জন্য সবাই একসঙ্গে মিলে কাজ করব ৷
বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব ৷ জেতার পর শংসাপত্র হাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা ৷ সঙ্গে লিখেছেন-‘‘৫৪২ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁরা ভারতবর্ষের সাংসদ। নতুন ভারত তৈরির কারিগর। প্রত্যেক কে অভিনন্দন। আমি তাদের মধ্যে একজন হতে পেরে সন্মানিত। অভিনন্দন ঘাটালের বিজেপি এবং সিপিআই প্রার্থী কে। আসুন সামনের দিনগুলোতে সবাই মিলে ঘাটালের উন্নয়নের কাজ করি। দেশে গণতন্ত্রের জয় হোক। দেশের মানুষের জয় হোক ৷’’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘাটাল কেন্দ্র থেকে পরাজিত বিজেপি এবং সিপিআই প্রার্থীর উদ্দেশে যা লিখলেন দেব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement