Dev: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন দেব! কী চাইলেন মায়ের কাছে জানেন!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Dev: দেবের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলীরাও, যাঁরা একত্রে মায়ের কাছে সিনেমার মঙ্গল কামনা করেন।
বীরভূম: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী, যিনি সবার কাছে দেব নামে পরিচিত,এদিনতারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ মন্দিরে উপস্থিত হন তিনি। দেব মা তারার আশীর্বাদ প্রার্থনা করেন এবং বিশেষভাবে তাঁর আসন্ন সিনেমার সাফল্যের জন্য প্রার্থনা জানান।
দেবের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলীরাও, যাঁরা একত্রে মায়ের কাছে সিনেমার মঙ্গল কামনা করেন। জানা গেছে, দেব অভিনীত এই সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি পাবে এবং ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
আরও পড়ুন: ট্রেনে যাচ্ছেন! নদিয়ায় যা ঘটল, ট্রেনে আর কোনওদিন অপরিচিত কারও সঙ্গে কথা বলবেন না! শুনে শিউরে উঠবেন
advertisement
advertisement
দেব একজন সাংসদ হিসেবে তাঁর দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতেও সমানভাবে সক্রিয়। তাঁর উপস্থিতি এবং মা তারার প্রতি এই ভক্তি আবারও প্রমাণ করে যে, দেব কেবলমাত্র একজন জনপ্রিয় তারকা নন, একজন আধ্যাত্মিক এবং সংস্কৃতিমনস্ক মানুষও বটে।
তারাপীঠ মন্দিরের পুজো দিয়েই তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। দেবকে সামনাসামনি দেখার জন্য আট থেকে আশি সকলের উল্লাস ছিল চোখে পড়ার মত। মন্দির চত্বরে তার ভক্তদের মধ্যে একদিকে যখন জয় তারা জয় তারা ধ্বনি অন্যদিকে মহিলাদের দেবের নাম ধরে উচ্ছ্বাস।
advertisement
—- সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 5:24 PM IST