Murshidabad News: হাতে নৌকার দাঁড়! জীবন বাজি রেখে এই মহিলারা চলেছেন স্বাস্থ্য পরিষেবা দিতে

Last Updated:

জীবনের ঝুঁকি নিয়েই এই কর্মীরা পৌঁছে দিচ্ছেন পরিষেবা। নিজেরাই হাল ধরছেন নৌকার। কুর্ণিশ এই স্বাস্থ্যকর্মীদের।

+
নৌকা

নৌকা করে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন কাজের উদ্দেশ্য 

মুর্শিদাবাদ: স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দিতে বেহাল রাস্তা পেড়িয়ে, নৌকার দড়ি টেনে নদী পার করে প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ফরাক্কা ব্লকের গুমানি ঘাটে নৌকার মাঝি প্রায় অনুপস্থিত থাকেন। তবুও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু স্বাস্থ্য কর্মীদেরকে দেখা গেল নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জল কাদার রাস্তায় পেড়িয়ে ঘাটে পৌঁছাতে। এবং নৌকার দড়ি টেনে পাহাড়ি গুমানি নদী পেরিয়ে ফরাক্কা ব্লকের প্রত্যন্ত গ্রাম ডিয়ার ফরেষ্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন।
নদীর এপার ওপার দুই দিকে রাস্তা বেহাল অবস্থা। সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন। এএনএম কর্মীরা জানান,বিগত কয়েক বছর ধরে বর্ষার সময় এই ভাবেই কষ্ট করে বেহাল রাস্তা দিয়ে হেঁটে, নৌকার দড়ি টেনে নদী পেড়িয়ে প্রায় ছয় জন বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী ফরাক্কা ব্লকের অন্তর্গত ডিয়ার ফরেস্ট গ্রামের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে হয়। আমরা সরকারের স্বাস্থ্য পরিষেবা দিতে বধ্য পরিকর।
advertisement
advertisement
নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে পাঁচ জন আশা কর্মী, একজন দ্বিতীয় এএনএম এবং একজন কমিউনিটি হেলথ অফিসার এছাড়া এলাকায় বসবাসকারী কয়েকশো পরিবার শিকারপুর ও নিমতলা থেকে এই রাস্তা ও নদী পেড়িয়ে যাতায়াত করে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, যেহেতু এই নদীটি যখন করা হয়েছিল তখন ফরাক্কা বাঁধ প্রকল্প এই নদী তৈরি করেছিল। তারপরে সেখান থেকে নৌকো পরিষেবা দিয়ে আসছিল ফরাক্কা বাঁধ প্রকল্প। নৌকার ঘাটে মাঝি থাকা বা না থাকার সম্পূর্ণ দায় দায়িত্ব ফরাক্কা বাঁধ প্রকল্পে এবং বারবার ফরাক্কা বাঁধ প্রকল্পকে জানিয়েও লাভ হচ্ছে না।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: হাতে নৌকার দাঁড়! জীবন বাজি রেখে এই মহিলারা চলেছেন স্বাস্থ্য পরিষেবা দিতে
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement