বীরভূমের বিভিন্ন জায়গায় সবুজ ধ্বংস করা অজানা পোকা আসলে কী? জানাল কৃষি দফতর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পোকাগুলি গাছের পাতা খেয়ে ফাঁক করে দিচ্ছে প্রায় মুহূর্তের মধ্যে ! তারপর থেকেই পঙ্গপালের আতঙ্কে চাঞ্চল্য ছড়ায় গ্রামে ৷
#বীরভূম: ইতিমধ্যেই পাকিস্তান থেকে আগত পঙ্গপালের দাপটে ফাঁকা হয়েছে উত্তরপ্রদেশের কয়েকশো বিঘা জমির চাষের ফসল ৷ মাথায় হাত পড়েছে চাষী থেকে শুরু করে রাজ্য সরকারের ৷ এমন অবস্থায় এবার পঙ্গপালের আতঙ্ক বীরভূমেও |
ঘটনা বীরভূমের সদাইপুর থানায় এলাকার সাহাপুর গ্রামের | গতকাল, বুধবার বিকেল দিকে গ্রামের লোক দেখতে পায় এক ঝাঁক পোকা জঙ্গলের পাতা খেয়ে নিচ্ছে | গাছের পাতা খেয়ে ফাঁকা করে দিচ্ছে প্রায় মুহূর্তের মধ্যে | আর তারপর থেকেই পঙ্গপালের আতঙ্কে চাঞ্চল্য ছড়ায় গ্রামে | গ্রামে আতঙ্ক ছড়ানোর পর খবর দেওয়া হয় বনদফতর ও কৃষি দফতরকে |
advertisement
বিষয়টি খতিয়ে দেখতে গ্রামে পৌঁছন কৃষি দফতরের আধিকারিকরা | শস্য সুরক্ষা অধিকর্তা ডক্টর অরিন্দম চক্রবর্তী জানিয়েছেন, এগুলি কোনও পঙ্গপাল নয়, এগুলো ঘাসফড়িং | যারা এই সময়েই জন্ম নেয় | সাধারণত এরা দুটো প্রজাতির হয় এক প্রজাতির সুর বড় হয় এবং আরেক প্রজাতির ছোট হয় | বড় সুরের প্রজাতি সাধারণত কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে | এবং ছোট সুরের প্রজাতি গাছের পাতা খেয়ে বেঁচে থাকে | এদের প্রত্যেক বছরই এই সময় দেখা যায় ৷ কিন্ত এ বছর আগে খেয়াল করেননি গ্রামবাসীরা | পঙ্গপালের ঘটনা সামনে আশায় এদেরকে পঙ্গপাল ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা ৷
advertisement
advertisement
Supratim Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমের বিভিন্ন জায়গায় সবুজ ধ্বংস করা অজানা পোকা আসলে কী? জানাল কৃষি দফতর