ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ডেপুটি এক্সাইজ কালেক্টর, উদ্ধার ১ কোটি টাকা
Last Updated:
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন ঘাটালের ডেপুটি এক্সাইজ কালেক্টর অশোককুমার দে।
#মেদিনীপুর: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন ঘাটালের ডেপুটি এক্সাইজ কালেক্টর অশোককুমার দে। তার অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১ কোটি টাকা। শুক্রবার তাকে আদালতে তোলার পর ঘটল অভাবনীয় ঘটনা। মক্কেলের পুলিশ হেফাজতের পক্ষেই সওয়াল করলেন অভিযুক্তের আইনজীবী। আদালতে তিনি জানান, ‘আমার মক্কেলকে পুলিশ হেফাজত দেওয়ার আবেদন জানাচ্ছি। পুলিশ ওকে জেরা করতে চাইলে করতে পারে।’
এই সওয়ালের পর অভিযুক্তকে প্রথমে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন নগর দায়রা আদালতের বিচারক কুমকুম সিনহা। পরে অভিযুক্তের আইনজীবীর অনুরোধেই তা আরও ২ দিন বাড়ানো হয়। অভিযুক্তের আইনজীবীর এই ভূমিকায় প্রশংসা করলেন বিচারক। তবে দীর্ঘদিন ধরে আবগারি কর্তা ঘুষ নিলেও কেন তা প্রশাসনের নজরে এল না তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন বিচারক।
advertisement
ঘাটালের সবকটি মদের দোকান থেকেই প্রতি মাসে ঘুষ নিতেন আবগারি কর্তা
advertisement
৪৫টি দোকান থেকে ৫০০ টাকা মাসোহারার ব্যবস্থা
বুধবার ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা
তার অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার ৬ লক্ষ ৮৭ হাজার টাকা
শ্রীরামপুরের বাড়িতে তল্লাশিতে উদ্ধার প্রায় ৯৩ লক্ষ টাকা
advertisement
টাকার উৎস দেখাতে পারেননি আবগারি কর্তা
তার বাড়ি থেকে মিলেছে হিসাব বহির্ভূত সোনা ও সম্পত্তির কাগজ
ঘুষ নিয়ে বেআইনি ভাবে মদের দোকান মালিকদের সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ডেপুটি এক্সাইজ কালেক্টর অশোককুমার দের বিরুদ্ধে। রাজ্যের দুর্নীতি দমন শাখার পাশাপাশি তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2017 10:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ডেপুটি এক্সাইজ কালেক্টর, উদ্ধার ১ কোটি টাকা
