Dengue Prevention: বর্ধমান শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, পরিদর্শনে বিশেষ দল

Last Updated:

Dengue Prevention: পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবে ভারী বৃষ্টি না হওয়ার কারণে জলের স্রোতও কম থাকছে। আর তাই বিভিন্ন জায়গায় জমা জলে সহজেই বংশবিস্তার ঘটছে মশার

+
পরিদর্শন 

পরিদর্শন 

পূর্ব বর্ধমান: বর্ষাকাল শুরু হতেই ফের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি সংক্রমণ। তবে বর্ষাকাল শুরু হলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। আর পর্যাপ্ত বৃষ্টির অভাবেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বর্ধমান শহরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তায় আছেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবে ভারী বৃষ্টি না হওয়ার কারণে জলের স্রোতও কম থাকছে। আর তাই বিভিন্ন জায়গায় জমা জলে সহজেই বংশবিস্তার ঘটছে মশার। এই জমা জল ডেঙ্গির লার্ভা জন্মানোর আদর্শ জায়গা বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
advertisement
advertisement
বর্তমানে তাঁরা জেলার পাশাপাশি, বর্ধমান শহর নিয়েও চিন্তায় রয়েছেন। বর্ধমান শহরে বাড়তে শুরু করছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যেই বর্ধমানের একই এলাকা থেকে একাধিকজনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। বর্ধমানের রসিকপুরে ১২ জন বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত। জানা গিয়েছে, ওই এলাকায় এখনও অনেকেই জ্বরে ভুগছেন। কলকাতা থেকে ওই এলাকায় সুডার একটি দল পরিদর্শনেও এসেছিলেন।
advertisement
এই বিষয়ে কলকাতা থেকে আগত নির্দিষ্ট দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী বলেন, তিন নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক কয়েকটি ডেঙ্গি কেস হয়েছে। তবে বর্ধমান পুরসভা তৎপরতার সঙ্গে তাদের দল নিয়ে কাজে নেমেছে। সাধারণত বাড়ির ভিতর জল জমিয়ে রাখার কারণে কিছু কিছু জায়গায় মশার লার্ভা পাওয়া গিয়েছে। ১২ টি পজিটিভ কেস এসেছে, তবে সকলেরই বাড়িতে থেকে চিকিৎসা চলছে। পুরসভার তরফে প্রতিদিন তাঁদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, বাড়িতে গিয়ে দেখে আসাও হচ্ছে। পুরসভার তরফে কল সেন্টার চালু আছে। কোনওরকম সহযোগিতা লাগলে রোগী বা তাঁর পরিজনরা যাবতীয় সাহায্য পাবেন। হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজন হলে নিয়ে যাওয়া হবে। তবে হাসপাতালে কেউ এখনও ভর্তি নেই। সকলেই ভাল আছেন, অবজারভেসনে রয়েছেন। কলকাতা থেকে আগত আধিকারিকদের পাশাপাশি , পরিদর্শনে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার প্রতিনিধি, বর্ধমান দক্ষিণের বিধায়ক।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Prevention: বর্ধমান শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, পরিদর্শনে বিশেষ দল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement