Purulia Farmers: ভরা শ্রাবণেও বৃষ্টির দেখা নেই, সেচের অভাবে মাথায় হাত পুরুলিয়ার চাষিদের

Last Updated:

Purulia Farmers: অন্যান্য বছর শ্রাবণ মাসে মুষলধারায় বৃষ্টি হয়। কিন্তু এই বছর সেই তুলনায় বৃষ্টির দেখা নেই। এলাকায় সেভাবে কোনও সেচের ব্যবস্থাও নেই। সবমিলিয়ে সঙ্কট ক্রমশ বাড়ছে পুরুলিয়ার চাষিদের

+
দুশ্চিন্তায়

দুশ্চিন্তায় কৃষকেরা

পুরুলিয়া: খরা প্রবণ জেলা পুরুলিয়া।‌ এই জেলার মাটিতে চাষবাস খুব কমই হয়। ‌এবার শ্রাবণ মাসেও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই জেলায়। ‌আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। রোহিনী উৎসবের সময় অনেকেই জমি হাল দিয়েছিলেন। সেই সমস্ত জমিতে ধানের চারা লাগানো হলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে সেভাবে চাষ করা সম্ভব হয়নি।
অন্যান্য বছর শ্রাবণ মাসে মুষলধারায় বৃষ্টি হয়। কিন্তু এই বছর সেই তুলনায় বৃষ্টির দেখা নেই। এলাকায় সেভাবে কোনও সেচের ব্যবস্থা নেই। বছরে একবারই ধান চাষ হয় পুরুলিয়ার এইসব এলাকায়।‌ তাই এই চাষ অনেকখানি বর্ষার উপর নির্ভরশীল। ‌পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ার কারণে ঠিকঠাকভাবে চাষ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে সঠিকভাবে চাষ না হলে গোটা বছর সংসার চলবে কি করে সেই চিন্তায় পড়ে গিয়েছেন কৃষকরা।
advertisement
advertisement
এই বিষয়ে ঝালদা-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ্য কবিতা মণ্ডল বলেন, বর্ষার পরিমাণ অনেকখানি কম রয়েছে। তাই চাষিরা চাইছেন যাতে খরা ঘোষণা করা হোক। আমার কাছে ইতিমধ্যেই এই বিষয়ে আবেদন করেছেন তাঁরা। এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Farmers: ভরা শ্রাবণেও বৃষ্টির দেখা নেই, সেচের অভাবে মাথায় হাত পুরুলিয়ার চাষিদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement