Dengue Prevention: মাছ লড়বে ডেঙ্গি মশার সঙ্গে! আরামবাগের নর্দমায় ৩৮ হাজার গাপ্পি মাছ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Dengue Prevention: ডেঙ্গি প্রতিরোধে এই গাপ্পি মাছ অত্যন্ত কার্যকরী। ৭০ শতাংশ ডেঙ্গি মশা লার্ভা অবস্থাতেই চলে যায় গাপ্পি মাছের পেটে
হুগলি: প্রতিবছর বর্ষায় বাড়ে ডেঙ্গির উপদ্রব। ডেঙ্গি থেকে বাঁচার জন্য বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। তার মধ্যে অন্যতম হল ডেঙ্গি মশার লার্ভা নির্মূল করতে খাল, নর্দমায় গাপ্পি মাছ ছাড়া। এই ভাবেই আরামবাগ পুরসভার তরফে ডেঙ্গি প্রতিরোধ করতে প্রায় ৩৮ হাজার গাপ্পি মাছ ছাড়া হল এলাকার বিভিন্ন নালা নর্দমায়।
আরও পড়ুনঃ অবসর জীবনেও থেমে নেই, প্রাক্তন শিক্ষকের এই গুণ আপনাকে অবাক করবে
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধে এই গাপ্পি মাছ অত্যন্ত কার্যকরী। ৭০ শতাংশ ডেঙ্গি মশা লার্ভা অবস্থাতেই চলে যায় গাপ্পি মাছের পেটে। এই বিষয়ে আরামবাগ পুরসভার উপ-পুরপ্রধান মমতা মুখার্জি জানান, রাজ্য সরকারের তরফে ৩৮ হাজার গাপ্পি মাছ পাঠানো হয়েছে। শহরের বিভিন্ন নালা-নর্দমা থেকে শুরু করে হাইড্র্যান্ট, সব জায়গাতেই ছাড়া হচ্ছে।
advertisement
তবে স্বস্তি এটাই যে এখনও পর্যন্ত কোনও ডেঙ্গি আক্রান্ত রোগীর খবর আরামবাগ পুরসভায় আসেনি। সারা বছর যেভাবে সাফাই বিভাগের কর্মীরা কাজ করেন তারই সুফল এটা। এছাড়া সাধারণ মানুষও যেভাবে সাফ সাফাইয়ের কাজে এগিয়ে আসছেন তাতে পুরসভার ক্ষেত্রে ডেঙ্গি প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়েছে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2024 8:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Prevention: মাছ লড়বে ডেঙ্গি মশার সঙ্গে! আরামবাগের নর্দমায় ৩৮ হাজার গাপ্পি মাছ