Murshidabad Dengue: হরিহরপাড়া ব্লকে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাড়ি বাড়ি যাচ্ছ স্বাস্থ্য দফতর
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
Last Updated:
এবছর এখনও পর্যন্ত হরিহরপাড়ায় ৪৬৮ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে, এর মধ্যে একজনের প্রাণ গিয়েছে।
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে দৈনন্দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলার মধ্যে সব থেকে বেশি উদ্বেগ জনক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হরিহরপাড়া ব্লকে। হরিহরপাড়ায় এখনও পর্যন্ত এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৪০০ উপরে।
ইতি মধ্যেই একজনের মৃত্যুও হয়েছে। ডেঙ্গি রুখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের। সম্প্রতি, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় হরিহরপাড়ার চোঁয়া এলাকার বাসিন্দা রাজকুমার সেখের। যুবকের বাড়িতে ইতি মধ্যেই গিয়ে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মহম্মদ সাফি, জয়েন্ট বিডিও আমোস তামাং।
advertisement
advertisement
ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, এবছর এখনও পর্যন্ত হরিহরপাড়ায় ৪৬৮ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে, এর মধ্যে একজনের প্রাণ গিয়েছে।হরিহরপাড়ার বিএমওএইচ ডাঃ মহম্মদ সাফি জানান, ‘এটি অতন্ত্য একটি দুঃখের ঘটনা এত কমবয়সী একটি ছেলের প্রাণ এইভাবে চলে যেতে হল। তার ওপর তার একটি সংসার রয়েছে বাচ্চাও আছে। এই সময় আমি যদি ওনাদের পাশে এসে না দাঁড়াই তাহলে খুব খারাপ হবে।
advertisement
মুর্শিদাবাদ জেলাতে ইতি মধ্যেই প্রায় ন’হাজারের বেশি ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে হরিহরপাড়ায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের সব চেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে চোঁয়া এলাকাতে ।এছাড়াও রায়পুর, খিদিরপুর, মালোপাড়া ও বিহারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মশা বাহিত রোগে আক্রান্ত রয়েছে। মশাবাহিত রোগ থেকে দূর করতে মানুষকে আরও সচেতন হওয়ায় পরামর্শ দিচ্ছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকরা।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 5:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Dengue: হরিহরপাড়া ব্লকে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাড়ি বাড়ি যাচ্ছ স্বাস্থ্য দফতর