Kali Puja 2023: করুণাময়ী রূপেই এখানে পূজিত হন কালী! মুর্শিদাবাদের বিষ্ণুপুর কালীবাড়ির মাহাত্ম্য জানুন

Last Updated:

Kali Puja 2023: মুর্শিদাবাদ জেলার বিষ্ণুপুর কালীবাড়ি। মা কালী এখানে করুণাময়ী রূপে পুজিত হন। কালীপুজোর আগে সেজে উঠছে মন্দির।

+
বিষ্ণুপুর

বিষ্ণুপুর কালীবাড়ির মূর্তি

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বিষ্ণুপুর কালীবাড়ি। মা কালী এখানে করুণাময়ী রূপে পুজিত হন। কালীপুজোর আগে সেজে উঠছে মন্দির। নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ। তাঁর নাম কৃষ্ণচন্দ্র শর্মা। পরে তিনি ‘হোতা’ উপাধি পান। পরে কাশিমবাজার নবাবের অধীনে কাজ পেয়ে যান কৃষ্ণ চন্দ্র হোতা।
৬০ বছর বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। যখন নিজের দেশে ফিরে যাওয়ার জন্য চিন্তা করেন, তখন কৃষ্ণচন্দ্র হোতা স্বপ্নাদেশ পান। এক বছর পর কন্যাসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। এবং তার নাম দেওয়া হয় করুণাময়ী। কথিত, তিনি ছিলেন দেবীর ঐশী অংশ। পরবর্তীতে করুণাময়ী নামেই প্রতিষ্ঠা করা হয় মন্দির তথা কালীবাড়ি।
advertisement
advertisement
কথিত আছে লালগোলার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই কাল থেকে আজও পুজো হয়ে আসছে। আজও বহু মানুষ আসেন এই মন্দিরে কালীপুজো দিতে। কালীপুজোর আগে সেজে উঠছে মন্দির চত্বর।
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Kali Puja 2023: করুণাময়ী রূপেই এখানে পূজিত হন কালী! মুর্শিদাবাদের বিষ্ণুপুর কালীবাড়ির মাহাত্ম্য জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement