Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণের জেরে দিঘায় কড়া নাকা চেকিং! গাড়ি থামিয়ে চলছে তল্লাশি, বাদ নেই যাত্রীবাহী বাসও

Last Updated:

Delhi Blast Update: রাজধানীতে বহু বছর পর ‘আত্মঘাতী হামলা’র মতো ঘটনার জেরে দিঘা-সীমান্তে সোমবার রাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতরে কী রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

+
News18

News18

দিঘা, মদন মাইতি: দিল্লির লালকেল্লার কাছেই বিস্ফোরণের ঘটনার পরে হাই এলার্ট জারি হয়েছে বাংলা–ওড়িশা সীমান্তবর্তী এলাকায়। রাজধানীতে বহু বছর পর ‘আত্মঘাতী হামলা’র মতো ঘটনার জেরে দিঘা-সীমান্তে সোমবার রাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতরে কী রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যাত্রীদের নাম, পরিচয়, তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন, সবকিছুই জিজ্ঞাসা করা হচ্ছে। এমনকি যাত্রীবাহী বাসও বাদ যাচ্ছে না। গাড়ির নথিপত্র মিলিয়ে, ড্রাইভারের বাড়ি-ঠিকানা যাচাই করে নিশ্চিত করা হচ্ছে কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সীমান্ত পেরোচ্ছে কিনা।
লালকেল্লার অনতি দূরে মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে নেমে পড়ে উদ্ধারকারী দল। বহু বছর পর রাজধানীতে আত্মঘাতী হামলার মত বিস্ফোরণ হওয়ায় দেশজুড়ে হাই এলার্ট জারি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গুরুতর আহত অবস্থায় একাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, ‘নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ দিল্লির বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে সরকারি ভাবে এই ঘটনাকে এখনও সন্ত্রাসবাদী হামলা ঘোষণা করা হয়নি। তদন্তের দায়িত্ব নিয়েছে এনএসজি, এনআইএ এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল।
advertisement
আরও পড়ুনঃ শীত এলেই শুকিয়ে যায় সাধের ফুলগাছ! খুব সহজ ৩ উপায় মানলে বছরভর ফুলের ভারে ভেঙে পড়বে ডাল, জানুন ট্রিক
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি। খতিয়ে দেখা হচ্ছে সবকিছু। এদিকে সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা হয়েছে। দিঘায় বাংলা-ওড়িশা সীমান্তের সব প্রবেশপথে চলছে নাকা চেকিং। সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়ার কথা বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণের জেরে দিঘায় কড়া নাকা চেকিং! গাড়ি থামিয়ে চলছে তল্লাশি, বাদ নেই যাত্রীবাহী বাসও
Next Article
advertisement
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
  • জেলায় জেলায় শীতের আমেজ

  • আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা?

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement