পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে অশান্তি, দেগঙ্গায় বিধায়কের গাড়িতে হামলা

সকাল থেকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা

  • Last Updated :
  • Share this:

     #দেগঙ্গা: পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে অশান্তি অব্যাহত ৷ জেলার বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর ৷ সোমবার সকাল থেকে বোর্ড গঠন নিয়ে উত্তর ২৪ পরগনায় ছড়ায় অশান্তি ৷ দেগঙ্গার চৌরসি পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর মিলেছে ৷ হামলা করা হয় বিধায়কের গাড়িতে ৷ এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ৷

    আরও পড়ুন 

    ব্যবহার করেন নাকি SBI-এর এই কার্ড? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর

    শুক্রবারই সুপ্রিম কোর্টের রায় আসার পরই জারি হয় পঞ্চায়েত বোর্ড গঠনের বিজ্ঞপ্তি ৷ বোর্ড গঠন ঘিরে অব্যাহত হিংসা ৷ এদিন সকাল থেকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা ৷ চৌরসি পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে ছড়ায় উত্তেজনা ৷ তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে মঞ্চ ভাঙচুর করার অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে, দেগঙ্গার বিধায়কের গাড়িতে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী ৷

    আরও পড়ুন 

    মোবাইলে দ্রুত টাইপ করতে পারেন? তবে রাজ্য সরকারের এই চাকরিতে আজই করুন আবেদন

    First published:

    Tags: Deganga Clash, Panchayat board, Panchayat Board formation, Panchayat Election, Panchayat Election 2018