Defence Exam: ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে ওরা কারা! ২৩ জনকে ধরল পুলিশ! পরিচয় সামনে আসতেই মাথায় হাত সকলের 

Last Updated:

Defence Exam: সোমবার এনডিএ-র পরীক্ষা শুরু হতেই কর্তব্যরত পরীক্ষকদের বেশ কয়েকজন পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয়।

ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়
ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়
রুদ্র নারায়ণ রায়, বারাকপুর: বারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমি-র গ্রুপ সি ক্যাটাগরির প্রবেশিকা পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে কারা হাজির! যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের। এত বড় জালিয়াতির ঘটনা ঘটছিল, যা হাতেনাতে ধরলেন পরীক্ষকরা। সোমবার এনডিএ-র পরীক্ষা শুরু হতেই কর্তব্যরত পরীক্ষকদের বেশ কয়েকজন পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয়। এরপর ২৩ জন পরীক্ষার্থীদের তারা চিহ্নিত করেন।
নথিপত্র খতিয়ে দেখে,  দেখা যায়, তারা প্রকৃত পরীক্ষার্থীর বদলে ভুয়ো পরিচয়ে পরীক্ষা দিতে বসেছেন। সঙ্গে সঙ্গেই পরীক্ষকরা তাদের আটক করে বারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ২৩ জনের অধিকাংশই হরিয়ানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রতারণা ও ভুয়ো পরিচয়ে পরীক্ষায় বসার অভিযোগে মামলা রুজু করে ধৃতদের বারাকপুর আদালতে তোলা হয়। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও বিদ্যালয়ে কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিরক্ষা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষায় কীভাবে অন্যের পরিচয়ে এই ধৃত ব্যক্তিরা পরীক্ষা দিতে এলেন, সে বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Defence Exam: ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে ওরা কারা! ২৩ জনকে ধরল পুলিশ! পরিচয় সামনে আসতেই মাথায় হাত সকলের 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement