West Medinipur News: শান্ত স্নিগ্ধ সুবর্ণরেখার জল বাড়তেই বিপত্তি! কোথায় পালাল ফেয়ার ওয়েদার সেতু, সমস্যায় ২ রাজ্যের বাসিন্দারা

Last Updated:

West Medinipur News: বেড়েছে শান্ত সুবর্ণরেখার জল, জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু। বন্ধ দুই রাজ্যের দুই পাড়ের যাতায়াত। অস্থায়ী ফেয়ার ওয়েদার সেতু জলের তলায়।

+
ভেঙে

ভেঙে গিয়েছে ফেয়ার ওয়েদার সেতু

পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ওড়িশা। দুই রাজ্যের মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্ত স্নিগ্ধ সুবর্ণরেখা নদী। দুই রাজ্যকে ভাগ করেছে এই নদীটি। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য নদীর উপর অস্থায়ী ফেয়ার ওয়েদার ব্রিজ তৈরি করে চলাচল করতেন দুই রাজ্যের মানুষ। দুই রাজ্যের সাধারণ মানুষের সহযোগিতায় মোরাম, বালি, কাঠ সহ একাধিক জিনিস দিয়ে তৈরি করা হত এই অস্থায়ী সেতু। প্রতিবছর বর্ষাকালের পর নদীতে জল কমলেই এই সেতু বানিয়ে চলাচল হত বিভিন্ন জায়গায়। তবে এবার প্রবল জলের তোড়ে বিপত্তি। সুবর্ণরেখা নদীতে জল বাড়ার কারণে ভেসে গিয়েছে অস্থায়ী এই ফেয়ার ওয়েদার ব্রিজ। স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন দুই পাড়ের দুই রাজ্যের মানুষ।
বাংলা-ওড়িশা সীমান্ত এলাকার দাঁতন থানার বেলুমলা এলাকায় ছিল‌ এই ফেয়ার ওয়েদার সেতু। পশ্চিম মেদিনীপুরের এই সেতু দিয়ে খুব সহজে খুব কম সময়ে পৌঁছান যেত ওড়িশা রাজ্যে। কিংবা ব্যবসায়িক কারণে বা অন্যান্য কিছুর জন্য ওড়িশা থেকে বাংলায় প্রবেশ করতেন প্রতিবেশীরাজ্যের মানুষ। একদিকে যেমন সময় কম লাগত তেমনই ঘুরপথে যাতায়াত করতে হত না সকলকে। তবে সম্প্রতি প্রবল বৃষ্টি এবং গালুডি ব্যারেজ থেকে প্রায় ২ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়ার কারণে ভেসে গিয়েছে ফেয়ার ওয়েদার সেতুটি। এখন দুকূল ছাপিয়ে গিয়েছে নদীটি। ভরা সুবর্ণরেখা ক্রমে ভয়ে ধরছে সকলকে।
advertisement
advertisement
দাঁতন থানার বেলমুলা এলাকায় নদীর উপর তৈরি করা হয় এই ফেয়ার ওয়েদার সেতু। পশ্চিম মেদিনীপুরের দাঁতন এবং ওড়িশার জলেশ্বর জেলার একাধিক ব্লকের সঙ্গে যাতায়াত করা হত এই নদীর উপর। চাষাবাদের কারণে কিংবা ব্যবসায়িক কারণে দুই রাজ্যের মানুষ এই অস্থায়ী সেতু দিয়ে ভরসা করত দুই দিকের উপর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওড়িশার জলেশ্বর থেকে দাঁতন আসতে হলে প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার পথ ঘুরপথে আসতে হত, সেক্ষেত্রে এখানে সময় লাগত খুব সামান্য। তবে বর্ষার এই মরসুমে খুব সমস্যায় পড়েছেন সকলে। নিয়মিত যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। ঘুরপথে যেতে হচ্ছে ওড়িশা কিংবা আসতে হচ্ছে বাংলাতে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: শান্ত স্নিগ্ধ সুবর্ণরেখার জল বাড়তেই বিপত্তি! কোথায় পালাল ফেয়ার ওয়েদার সেতু, সমস্যায় ২ রাজ্যের বাসিন্দারা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement