Jute Cultivation: কপালে ভাঁজ পড়েছিল মুর্শিদাবাদের পাট চাষিদের! অবশেষে ফিরল স্বস্তি, জানেন কীভাবে হাসি ফুটল চাষিদের মুখে

Last Updated:

Jute Cultivation: চরম চিন্তায় ছিলেন মুর্শিদাবাদের পাট চাষিরা। অবশেষে তাদের মুখে ফুটল হাসি। তবে সেই হাসি ফুটেছে কোন সরকারি সাহায্যে নয়, নিম্নচাপের বৃষ্টিতে।

+
পাট

পাট চাষ

মুর্শিদাবাদ: মরসুমি বৃষ্টি শুরু হতেই চিন্তার ভাঁজ কাটল মুর্শিদাবাদের পাট চাষিদের কপালের। তীব্র দাবদাহে আর প্রখর রৌদ্রের জেরে বিঘার পর বিঘা পাটের জমির পাট চাষ বিপন্ন হয়ে পড়েছিল। কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাষের জমিতে জল জমতেই মুখে হাসি ফুটেছে পাট চাষিদের। এর ফলে সহজেই পাট পচানোর সুযোগ পাওয়া যাবে। ফুটি ফাটা জমি আর শুষ্ক আবহাওয়ায় পাট গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছিল। সম্পন্ন চাষিদের বাড়ছিল সেচের খরচ।
অবশেষে বৃষ্টি নামায় কাটল সঙ্কট, সুরাহা হল কৃষকদের। উল্লেখ্য, পশ্চিমবাংলার প্রধান অর্থকরী ফসল পাট সব থেকে বেশি চাষ হয় মুর্শিদাবাদ জেলায়। প্রতিবছর লক্ষ লক্ষ কৃষক এই চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে থাকেন। প্রায় ১ লক্ষ ৩০ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয় এই জেলায়।
advertisement
advertisement
চাষিদের কথায়, বর্ষাকালে পাট কেটে চাষিরা নদী, নালা, খাল, বিল, ডোবায় জাক দেন যা পাট পচানো হয়। এর জন্য দরকার হয় বিপুল পরিমাণ জল। বর্ষাকালে ভাল বৃষ্টি হলে তবেই সেটা সম্ভব। আর তাই টানা বৃষ্টিতে পুকুর, জলাশয়ে জল জমতেই মুখে হাসি পাট চাষিদের। যদিও চলতি বছর বর্ষার শুরুতে তেমন একটা বৃষ্টি না হ‌ওয়ায় আশঙ্কায় ভুগছিলেন চাষিরা। কিন্তু এবার পরিস্থিতি বদলানোয় তাঁরা খুশি। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ গ্রামীণ এলাকাজুড়ে চাষিদের ব্যস্ততা এখন তুঙ্গে। সকলেই পাট গাছ কেটে তা চাষের মাঠে জমা জলে ডুবিয়ে পচানোর কাজে ব্যস্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডোমকল, সাগরপাড়ায় দেখা গেল কৃষকরা পাট পচানোর পর আঁশ ছাড়াতে ব্যস্ত। পাট চাষ করতে বিঘায় ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়। সাধারণত ২৩-২৫ দিনের মত সময় লাগে পাট পচতে। তারপর সেটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিভিন্ন জুট মিলে পাঠানো হয়।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jute Cultivation: কপালে ভাঁজ পড়েছিল মুর্শিদাবাদের পাট চাষিদের! অবশেষে ফিরল স্বস্তি, জানেন কীভাবে হাসি ফুটল চাষিদের মুখে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement