Plastic Free District: প্লাস্টিক মুক্ত হবে দক্ষিণ ২৪ পরগনা, জোরকদমে চলছে কাজ

Last Updated:

Plastic Free District: দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অসংখ্য নদী ও নালা রয়েছে। সেগুলিতে প্লাস্টিক পড়ে অসুবিধা হচ্ছে। জলজ জীবের ক্ষতি তো হচ্ছেই, সেই সঙ্গে বর্ষার সময় এগুলি নিকাশীপথে বাধার সৃষ্টি করে বন্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে এই জেলাকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত জেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

+
সলিড

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট

দক্ষিণ ২৪ পরগনা: এবার প্লাস্টিক মুক্ত জেলা হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। জেলার প্রত্যেকটি ব্লকেই খোলা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট।
ফলতার হরিণডাঙা-১, বজবজের ডোঙারিয়া রায়পুর, সাগরের রামকরচর, ধসপাড়া সুমতিনগর-১, মগরাহাট-২ এর যুগদিয়া ও মথুরাপুর-ঋ২ এর দিঘিরপাড় বকুলতলায় এই কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য ব্লকগুলিতেও তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টৃ কেন্দ্র। এরপর ক্রমান্বয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তৈরি হবে এই কেন্দ্র। সেখানে প্লাস্টিক জাতীয় বস্তুগুলিকে আনা হবে গাড়িতে করে। এরপর সেগুলিকে পুনঃব্যবহারযোগ্য করা হবে।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অসংখ্য নদী ও নালা রয়েছে। সেগুলিতে প্লাস্টিক পড়ে অসুবিধা হচ্ছে। জলজ জীবের ক্ষতি তো হচ্ছেই, সেই সঙ্গে বর্ষার সময় এগুলি নিকাশীপথে বাধার সৃষ্টি করে বন্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে এই জেলাকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত জেলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে পাথরপ্রতিমায় এই নিয়ে সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেছেন স্বয়ং জেলাশাসক সুমিত গুপ্তা‌। সেখানে শ্রী নারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেছেন তিনি। জেলাজুড়ে এই কাজ চলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমজনতার মধ্যে। তবে অদূর ভবিষ্যতে এই প্রকল্পের সুফল মিলবে বলে আশাবাদী সকলেই।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Plastic Free District: প্লাস্টিক মুক্ত হবে দক্ষিণ ২৪ পরগনা, জোরকদমে চলছে কাজ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement