Four Criminals Arrested: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা! পুলিশের জালে চার দুষ্কৃতী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Four Criminals Arrested: মৃণাল সাহার পোলবার সুগন্ধায় সুপারী প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে। সেখান থেকে গত ৩১ মার্চ তিনি স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন। সুগন্ধার অমরপুরের কাছে বাইক নিয়ে ওই ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী
হুগলি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে সুপারী ব্যবসায়ীকে অপহরের চেষ্টা! এই অভিযোগে চারজনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের চুঁচুড়া স্টেশনের রেল লাইনের ধার থেকে আটক করা হয়। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।
স্থানিয় সূত্রে খবর, চুঁচুড়া পল্লীশ্রীর বাসিন্দা মৃণাল সাহার পোলবার সুগন্ধায় সুপারী প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে। সেখান থেকে গত ৩১ মার্চ তিনি স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন। সুগন্ধার অমরপুরের কাছে বাইক নিয়ে ওই ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাঁকে নিজেদের বাইকে তোলার চেষ্টা করে। টানাটানির সময় রাস্তায় পরে গিয়ে পা ভাঙে ব্যবসায়ীর। এই দৃশ্য দেখে আশেপাশের লোক ছুটে আসতেই ব্যবসায়ীকে ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
advertisement
advertisement
এই ঘটনার পর চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ব্যবসায়ী। এদিকে অভিযোগ পেয়ে পোলবা থানার পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গত মে মাসের ৬ তারিখে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আরও চারজনকে গ্রেফতার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে ধৃতরা চুঁচুড়া রবীন্দ্র নগরের কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের বিরোধী বাবু পালের গোষ্ঠীর লোক। এক সময় টোটোনের গ্রুপেই ছিল বাবু পাল। এখন তারা একে অপরের শত্রু।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2024 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Four Criminals Arrested: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা! পুলিশের জালে চার দুষ্কৃতী