Four Criminals Arrested: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা! পুলিশের জালে চার দুষ্কৃতী

Last Updated:

Four Criminals Arrested: মৃণাল সাহার পোলবার সুগন্ধায় সুপারী প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে। সেখান থেকে গত ৩১ মার্চ তিনি স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন। সুগন্ধার অমরপুরের কাছে বাইক নিয়ে ওই ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী

দুষ্কৃতীদের আদালতে নিয়ে যাওয়ার সময়ের ছবি
দুষ্কৃতীদের আদালতে নিয়ে যাওয়ার সময়ের ছবি
হুগলি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে সুপারী ব্যবসায়ীকে অপহরের চেষ্টা! এই অভিযোগে চারজনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের চুঁচুড়া স্টেশনের রেল লাইনের ধার থেকে আটক করা হয়। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।
স্থানিয় সূত্রে খবর, চুঁচুড়া পল্লীশ্রীর বাসিন্দা মৃণাল সাহার পোলবার সুগন্ধায় সুপারী প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে। সেখান থেকে গত ৩১ মার্চ তিনি স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন। সুগন্ধার অমরপুরের কাছে বাইক নিয়ে ওই ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাঁকে নিজেদের বাইকে তোলার চেষ্টা করে। টানাটানির সময় রাস্তায় পরে গিয়ে পা ভাঙে ব্যবসায়ীর। এই দৃশ্য দেখে আশেপাশের লোক ছুটে আসতেই ব্যবসায়ীকে ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
advertisement
advertisement
এই ঘটনার পর চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ব্যবসায়ী। এদিকে অভিযোগ পেয়ে পোলবা থানার পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গত মে মাসের ৬ তারিখে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আরও চারজনকে গ্রেফতার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে ধৃতরা চুঁচুড়া রবীন্দ্র নগরের কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের বিরোধী বাবু পালের গোষ্ঠীর লোক। এক সময় টোটোনের গ্রুপেই ছিল বাবু পাল। এখন তারা একে অপরের শত্রু।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Four Criminals Arrested: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা! পুলিশের জালে চার দুষ্কৃতী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement