ফের উত্তপ্ত দাড়িভিট, শিক্ষককে স্কুলে আটক রেখে বিক্ষোভ নিহত দুই ছাত্রের পরিবারের
Last Updated:
#দাড়িভিট: বেশ কয়েকদিন শান্ত থাকার পর দাড়িভিট স্কুলে ফের উত্তেজনা ৷ সুদীপ্ত সিংহ নামের এক শিক্ষককে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখাল দুই নিহত ছাত্রের পরিবার ৷ পুলিশি হস্তক্ষেপে উদ্ধার শিক্ষক ৷
দাড়ভিট কাণ্ডের পর চারমাস তারা স্কুল আসেনি ৷ শিক্ষা দফতরের নির্দেশে শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ স্কুলে আসেন সুদীপ্ত সিংহ, অসিত একবাল, আশরাফুল হক ৷ কিন্তু বাকি দু’জন কোনওরকমে স্কুল থেকে নিরাপদে বাড়ি চলে যেতে পারলেও আটকে পড়েন সুদীপ্ত সিংহ ৷ পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ৷ তারাই আটক শিক্ষককে উদ্ধার করেন ৷
advertisement
নিহত ছাত্রের পরিবারের অভিযোগ, তাঁদের প্ররোচনাতেই দুই ছাত্র খুন হয়েছে ৷ তাপস বর্মন এবং রাজেশ সরকারকে খুন করেছে তাঁরা ৷ এমনটাই অভিযোগ দুই নিহত ছাত্রের পরিবারের ৷ পাশাপাশি, বাকি দুই শিক্ষক কীভাবে স্কুল থেকে পালিয়ে গেলেন ? সেই নিয়েও বিক্ষোভে ফেটে পড়েন দুই ছাত্রের পরিবার ৷
advertisement
প্রসঙ্গত, দুই ছাত্রের মৃত্যুর পর তিনজন শিক্ষকই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন ৷ তবে, কি দুই ছাত্রমৃত্যুর ঘটনার পিছনে তাদের কোনও ভূমিকা রয়েছে ? এই প্রসঙ্গে সুদীপ্ত সিংহ জানান, ব্যক্তিগত কারণে গত চারমাস তিনি ছুটিতে ছিলেন ৷ এর সঙ্গে অন্য কোনও ঘটনার সংযোগ নেই ৷
advertisement
একমাস ২০ দিন বন্ধ থাকার পর গত নভেম্বর মাসে খুলেছিল উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুল। ২০ সেপ্টেম্বর গুলিতে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর পর থেকে অভিভাবকদের আন্দোলনে বন্ধ ছিল স্কুল। নিহত ছাত্রদের পরিবারের সঙ্গে মহকুমা শাসকের আলোচনার পরই কেটেছিল জট। কিন্তু স্কুল খুললেও স্কুলে আসতেন না দুই শিক্ষক ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2019 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের উত্তপ্ত দাড়িভিট, শিক্ষককে স্কুলে আটক রেখে বিক্ষোভ নিহত দুই ছাত্রের পরিবারের