Debashree Roy: অনুষ্ঠানে আসেননি দেবশ্রী, রাগে সহশিল্পীদের যন্ত্র আটকে রাখছে উদ্যোগতারা

Last Updated:

Debashree Roy: জানা গিয়েছে, গত ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানা এলাকার বকশিসপুরে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

কাঁথি: দেবশ্রী রায়ের অনুষ্ঠান নিয়ে তুলকালাম কাঁথিতে৷ দেবশ্রী রায় কথা দিয়েও অনুষ্ঠানে আসেননি, এই অভিযোগে সহ-শিল্পীদের বিভিন্ন যন্ত্র আটকে রাখার অভিযোগ উঠল উদ্যোগতাদের বিরুদ্ধে৷ কলকাতা থেকে আসা শিল্পীরা অভিযোগ করলেন, তাঁদেরকে হেনস্থা করেছেন অনুষ্ঠানের আয়োজকরা৷ তাতেই প্রতিবাদ শুরু করেছেন কলকাতার শিল্পীরাও৷ একাধিকক্রমে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্ররা শিল্পীদের যন্ত্র আটকে রাখার তীব্র প্রতিবাদ করেছেন৷
জানা গিয়েছে, গত ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানা এলাকার বকশিসপুরে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অভিনেত্রী দেবশ্রী রায় আসার কথা ছিল। তিনি কাঁথিতে এসে প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করেন বলে দাবি করেছেন মিউজিক টিমের সদস্যরা। তাঁদের দাবি, আয়োজক কমিটির লোকেদের সঙ্গে যোগাযোগে করেও ফোনে পাওয়া যায়নি। শেষমেশ প্রোগ্রামের নির্দিষ্ট সময় চলে যাওয়ায় তিনি কলকাতা ফিরে যান।
advertisement
advertisement
আরও পড়ুন- আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়, অবস্থান স্পষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্বের
দেবশ্রী রায় পরে বুঝতে পারেন প্রোগ্রামের কোন প্রশাসনিক ছিল না। সেজন্যও তিনি ফিরে যান। আরো একটি কারণ ওই প্রোগ্রামের জন্য যে পরিমাণ টাকা চুক্তি হয়েছিল সেই টাকাও মেটায়নি কমিটি। এর পর প্রোগ্রামের জন্য গভীর রাতে খোঁজ পড়ে দেবশ্রী রায়ের।
advertisement
দেবশ্রী রায় স্টেজ পর্যন্ত পৌঁছননি বলে, স্টেজ এর কাছে যারা পৌঁছেছিলেন ইন্সট্রুমেন্ট ও অন্যান্য মিউজিসিয়ান তাঁদেরকে আটকে দেয়। ঠ্যালাঠেলি করে চরম হেনস্থাও করা হয় মিউজিসিয়ানদের। এমনটাই অভিযোগ তুলেছে তাঁরা।
ছ’দিন ধরে অন্যায় ভাবে মিউজিসিয়ানদের যন্ত্র আটকে রাখার প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ দেখায় অভিযোগকারীরা। পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে তারা অভিযোগ করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Debashree Roy: অনুষ্ঠানে আসেননি দেবশ্রী, রাগে সহশিল্পীদের যন্ত্র আটকে রাখছে উদ্যোগতারা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement